Advertisement
Advertisement

ধর্মীয় ভাবাবেগে আঘাত, সাক্ষী মহারাজকে ‘সেন্সর’ নির্বাচন কমিশনের

প্রাথমিকভাবে বিরোধীদের দাবি উড়িয়ে দিলেও পরবর্তী সময়ে গোটা বিষয়টি নিয়ে ক্ষমা চান তিনি৷

EC Censures BJP MP Sakshi Maharaj For Violating model code of conduct
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 12, 2017 8:36 pm
  • Updated:January 12, 2017 9:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নীতি এবং নিয়মের অবমাননা করার অপরাধে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজকে ‘সেন্সর’ করল নির্বাচন কমিশন৷ উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জাতপাতের রাজনীতির আগুন উসকে দিয়েছিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। নাম না করে মুসলিমদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ভারতের জনসংখ্যা বৃদ্ধির জন্য সংখ্যালঘু সম্প্রদায়কেই দায়ি করেছিলেন বিজেপি সাংসদ৷ তাঁর এমন মন্তব্যে দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল৷ তারই জেরে নির্বাচন কমিশনের রোষের মুখে পড়লেন মহারাজ৷

বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ কমিশনের তরফ থেকে সাংসদকে বুধবার একটি চিঠি পাঠানো হয়৷ সেখানেই মহারাজকে নিজের বক্তব্য সম্পর্কে সচেতন থাকার নির্দেশ দেয় কমিশন৷ একজন প্রভাবশালী নেতা হয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন বক্তব্য রাখার ফলেই কমিশনের তরফে এই হুঁশিয়ারি দেওয়া হল তাঁকে৷

Advertisement

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দু’দিন পরই মীরাটে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘জনসংখ্যা হিন্দুদের জন্য বাড়ছে না। বাড়ছে তাঁদের জন্য যাঁরা চারজন করে স্ত্রী ও ৪০টি করে সন্তান জন্ম দেওয়ার নীতিকে সমর্থন করেন।” দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষেও জোরাল সওয়াল করেন তিনি। সাক্ষীর বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। প্রাথমিকভাবে বিরোধীদের দাবি উড়িয়ে দিলেও পরবর্তী সময়ে গোটা বিষয়টি নিয়ে ক্ষমা চান তিনি৷ কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য তিনি এই মন্তব্য করেননি বলেও তিনি জানিয়েছেন৷ বক্তৃতার সময় কোনও জাতির নাম তুলে তিনি কটাক্ষ করেননি বলেও মন্তব্য তাঁর৷

Advertisement

নেহরু-গান্ধী পরিবারে রাহুলের IQ সবথেকে কম!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ