Advertisement
Advertisement

নোট বাতিলের সিদ্ধান্তে দেশের কত টাকা লাভ হয়েছে জানেন?

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বিফলে যায়নি, জানান দিচ্ছে পরিসংখ্যান৷

Economy reaps Rs 5 lakh crore advantage due to demonetisation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2017 6:01 am
  • Updated:May 25, 2017 6:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ নভেম্বরের সেই রাত বোধহয় কোনও ভারতীয়র পক্ষেই ভোলা সম্ভব নয়৷ এক নোট বাতিলের সিদ্ধান্তে বদলে গিয়েছিল গোটা দেশের চেহারা৷ অফিস-কাছারি ছেড়ে ব্যাঙ্ক-এটিএমগুলির দোরগোড়ায় লম্বা লাইন দিয়েছিলেন মানুষ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সে সিদ্ধান্ত স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়৷ যা বর্তমানেরও আলোচ্য বিষয়৷ ঐতিহাসিক সে সিদ্ধান্তের পর দেশের মানুষের কাছে কিছুদিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷ বলেছিলেন, আজকের যন্ত্রণা কালকের লাভে রূপান্তরিত হবে৷ সেই লাভ কী হয়েছে? এমনই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে৷ এতদিনে মিলল তাঁর উত্তর৷ সৌজন্যে একটি উচ্চস্তরের সরকারি মূল্যায়নের রিপোর্ট৷

[‘ঘর’ করতে অরাজি স্ত্রী কাটল স্বামীর যৌনাঙ্গ!]

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মূল্যায়নের সেই রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের ফলে ৫ লক্ষ কোটি টাকা লাভ হয়েছে ৷ জানা গিয়েছে নভেম্বর মাসে যখন পুরনো নোট বাতিলের কথা নরেন্দ্র মোদি ঘোষণা করেন, তখন ভারতীয় বাজারে ১৭.৭৭ লক্ষ কোটি নগদ টাকার অস্তিত্ব ছিল৷ কয়েক মাস পরে যার পরিমাণ দাঁড়ায় ১৯.২৫ লক্ষ কোটি টাকা৷ এর মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষের লেনদেন ও সঞ্চয়ের অর্থ থাকলেও বেশ কিছুটা অংশ কালো টাকাও ছিল বলে অনুমান বিশেষজ্ঞদের৷ তবে চলতি বছরের এপ্রিলের শেষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল্যায়ন অনুযায়ী ১৪.২ লক্ষ কোটি নগদ টাকা ভারতীয় বাজারে রয়েছে৷ অর্থাৎ বাজারে নগদের পরিমাণ কমেছে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা৷ এর মধ্যে বেশিরভাগই কালো টাকা ছিল বলে মনে করছেন অনেকে৷ যা পুরনো নোট বাতিলের ফলে বাজার থেকে উধাও হয়ে গিয়েছে৷

Advertisement

[সাহারানপুরে লাগু কারফিউ, স্তব্ধ মোবাইল ইন্টারনেট]

এর পাশাপাশি বিশেষজ্ঞদের ধারণা, প্রধানমন্ত্রী ক্রমাগত ডিজিটাল লেনদেনে উৎসাহ দিয়ে চলেছেন৷ আর নোট বাতিলের পর থেকে নগদের ঝামেলা এড়াতে অনেক ভারতীয়ই অনলাইন লেনদেনের দিকে ঝুঁকেছেন৷ তাই কমেছে নগদের নির্ভরতা৷ তার লাভই পেয়েছে দেশ৷ তাছাড়া নোট বাতিলের হিড়িকেই অনেক মানুষ তড়িঘড়ি কর জমা দিয়েছেন৷ তাই সরকারি রাজস্বের হার অনেকটাই বেড়ে গিয়েছে গত কয়েক মাসে৷ যার লাভ ভবিষ্যতে আরও পাবে দেশবাসী৷

[ম্যাঞ্চেস্টারের পর এবার ইন্দোনেশিয়া, জোড়া বিস্ফোরণে মৃত ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ