BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

Anubrata Mandal: ফের অনুব্রতকন্যা সুকন্যাকে তলব ইডি’র, ২০ মার্চের মধ্যে হাজিরার নির্দেশ

Published by: Sayani Sen |    Posted: March 16, 2023 9:09 am|    Updated: March 16, 2023 9:26 am

ED summons Anubrata Mandal's daughter Sukanya Mandal in Delhi । Sangbad Pratidin

সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করল ইডি। সূত্রের খবর, ই-মেল মারফত তাঁকে ইডি দপ্তরে সাক্ষাতের কথা জানানো হয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে দিল্লিতে যেতে হবে তাঁকে। তবে সুকন্যা মণ্ডল দিল্লিতে যাবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

গরু পাচার মামলায় গত বছরের আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর তাঁর বর্তমান ঠিকানা দিল্লি। গ্রেপ্তারির পর থেকে নামে বেনামে অনুব্রতর একাধিক সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। হন্যে হয়ে সম্পত্তির উৎসের খোঁজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার নামেও বহু সম্পত্তির খোঁজ মিলেছে। তিনি পেশায় স্কুলশিক্ষিকা। প্রশ্ন উঠছে, একজন স্কুলশিক্ষিকা কীভাবে এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন। ফলে আগেও তাঁকে জেরার মুখে পড়তে হয়েছিল।

[আরও পড়ুন: মে মাসেই প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রীর]

গত বুধবারও দিল্লিতে তলব করা হয় সুকন্যাকে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান অনুব্রতকন্যা। সূত্রের খবর, তথ্যের খোঁজে বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছে ইডি। তাই আগামী ২১ মার্চ অনুব্রতর ইডি হেফাজত শেষ হওয়ার আগেই তাঁর মেয়েকে দিল্লিকে ফের তলব করা হয়েছে। ইডি সূত্রের খবর, আগামী ২০ মার্চের মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে। মণীশ কোঠারির মতো গ্রেপ্তার হতে পারেন সুকন্যা, ক্রমশ সে জল্পনাও মাথাচাড়া দিচ্ছে। আইনজীবীদের একাংশ অবশ্য মনে করছে, এভাবে হাজিরা এড়ালে গ্রেপ্তারও হতে পারেন অনুব্রতকন্যা। আগামী সোমবারের মধ্যে সুকন্যা মণ্ডল দিল্লিতে আদৌ হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: শিয়ালদহ থেকে বিদায় নিচ্ছে টিনের শেড, ছাদজুড়ে তৈরি হচ্ছে ‘রুফ প্লাজা’]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে