সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৬ মাওবাদী। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এখনও চলছে গুলির লড়াই। ইতিমধ্যে, এক নকশালের দেহ ও একটি AK-47 রাইফেল পাওয়া গিয়েছে।
[মাওবাদী দমনে পাহাড়ে চড়া শিখছে সিআইএফ]
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সুত্রে খবর পেয়ে সিআরপিএফ ও রাজ্য পুলিশের যৌথবাহিনী বুরগাম গ্রামে হানা চালায়। শুরু হয় গুলির লড়াই। ওই লড়াইয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছে ছয় মাওবাদী। ইতিমধ্যে, ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বিশাল পুলিশ বাহিনী।
[চরমে লালফৌজের যুদ্ধপ্রস্তুতি, নিশানায় আমেরিকা]
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিহত হয় দুই মাওবাদী। মাও সন্ত্রাসে জর্জরিত ছত্তিশগড়ে এবার জঙ্গিদমনে কোমর বেঁধে নেমেছে সরকার। প্রসঙ্গত, গত সপ্তাহে সুকমায় মাওবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন ১২ জন জওয়ান। তারপরই নকশালদের বিরুদ্ধে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র অভিযান।