Advertisement
Advertisement

Breaking News

শ্রীনগরের পান্থ চকে জারি সেনা-জঙ্গি সংঘর্ষ

একটি বেসরকারি স্কুলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা।

Encounter between security forces and terrorists underway in Srinagar

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2017 4:15 am
  • Updated:June 25, 2017 4:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের পর রবিবারও শ্রীনগরের পান্থ চকে জারি সেনা-জঙ্গি সংঘর্ষ। জানা গিয়েছে, স্থানীয় একটি বেসরকারি স্কুলে বর্তমানে লুকিয়ে রয়েছে দুই লস্কর জঙ্গি। সেখানেই তাদের সঙ্গে গুলির লড়াই চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয়েছে গোটা চত্বরটিকে।

 

Advertisement

এর আগে শনিবার শ্রীনগরের পান্থ চকে সিআরপিএফ জওয়ানদের গাড়ির উপর হামলা চালায় সশস্ত্র লস্কর জঙ্গিরা। সিআরপিএফের আইজি রভদীপ সাহি জানান, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা আধাসেনার গাড়ি ঘিরে ফেলে গুলি চালাতে থাকে। গুলিতে এক সিনিয়র এসআই সাহেব শুক্লা মারা যান, আহত হয়েছেন আরও দুই জওয়ান। তারপর ঘটনাস্থল ছেড়ে পালায় তারা। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। আধাসেনার উপর এভাবে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করে কাপুরুষোচিত আখ্যা দেন সিআরপিএফের এডিজি এস এন শ্রীবাস্তব। বলেন, ‘কাপুরুষদের মতো এই আক্রমণ নিরাপত্তা বাহিনীর মনোবল ভাঙবে না। তারপর বদলে বেড়ে যাবে। গোটা ঘটনাটির তদন্ত হবে। কারা দায়ী? সেটা খুঁজে বের করা হবে। তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে নিরাপত্তার কোনও গাফিলতি নেই।’ রবিরার শেষকৃত্য সম্পন্ন হল শহিদ এসআই সাহেব শুক্লার।

 

এদিকে, রবিবার নৌসেরা সেক্টরে ফের একবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। এদিন ভোর ৬ টা ৩০ নাগাদ ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে তারা। যদিও উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। পালটা গুলি, মর্টার ছুড়ছে তাঁরা। এই ঘটনার পাশাপাশি নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলের পুঞ্চ জেলায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুড়তে থাকে পাক সেনা। একইসঙ্গে মর্টার বর্ষণও করতে থাকে পাক রেঞ্জার্সরা। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, এদিন সকাল সাড়ে ১১টা থেকে পাক সেনা ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি চালায়। পালটা জবাব দেয় ভারতও। দুপুর ২টো ১০ মিনিট নাগাদ গোলাগুলি থামে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ