Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বহিষ্কৃত আপ নেতা সন্দীপ কুমার

সুলতানপুরি থানায় দায়ের করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে এবার তাঁকে গ্রেফতার করা হল৷

Ex-AAP leader Sandeep Kumar has been arrested After Woman Files Rape Case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 9:35 am
  • Updated:September 4, 2016 9:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষপর্যন্ত গ্রেফতার হলেন বহিষ্কৃত আপ-মন্ত্রী সন্দীপ কুমার৷ গ্রেফতারের আগেই অবশ্য দল তাঁকে শনিবার সাসপেন্ড করেছিল৷ সুলতানপুরি থানায় দায়ের করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে এবার তাঁকে গ্রেফতার করা হল৷

ফাঁস হওয়া এক ভিডিওতে দুই মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে দেখা গিয়েছিল৷ তারপরই ছড়ায় চাঞ্চল্য৷ ওই দুই মহিলার একজনের অভিযোগ, মাদক খাইয়ে পরিকল্পিতভাবেই তাঁকে ধর্ষণ করে আপ নেতা৷ রেশন কার্ড করানোর জন্য সন্দীপ কুমারের সঙ্গে দেখা করলে, তাঁকে দর্ষিত হতে হয় বলেই দাবি ওই মহিলার৷ ঘটনা বছরখানেক আগের হলেও এক এনজিও পাশে এসে দাঁড়ানোয় আপ-মন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার সাহস পান তিনি৷  সিডি ফাঁস হওয়ার জেরে আগেই মন্ত্রিত্ব গিয়েছিল সন্দীপ কুমারের৷

Advertisement

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবারই নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব থেকে সন্দীপ কুমারকে বরখাস্ত করেছেন৷ যদিও অভিযোগ অস্বীকার করে  সন্দীপ জানান, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র৷ দলিত বলেই তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি৷

Advertisement

কংগ্রেস নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এদিন এই ঘটনার কড়া নিন্দা করে বলেন, “কেজরিওয়ালের উচিত এই ঘটনার নৈতিক দায় মেনে পদত্যাগ করা৷” দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, “সন্দীপ কুমার খারাপ আচরণ করেছে৷ দলের নিয়মনীতি লঙ্ঘন করেছে৷ তাই দলের প্রাথমিক সদস্যপদ থেকে সন্দীপ কুমারকে সাসপেন্ড করা হয়েছে৷ ইতিমধ্যেই রাজনৈতিক বিষয়ক কমিটি সন্দীপ কুমারকে সাসপেন্ড করেছে৷ তবে বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠানো হয়েছে৷ কমিটি যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে৷”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ