Advertisement
Advertisement

Breaking News

সুষমা স্বরাজ

‘মানুষ কীভাবে এত বর্বর হতে পারে’, তৃণমূলকে তোপ সুষমার

প্রাক্তন বিদেশমন্ত্রীর কাছে অভিযোগ করল রাজ্যের ২৩ জন ‘শহিদ’ বিজেপি কর্মীর পরিবার৷

Ex External Affairs Minister Sushma Swaraj slams Mamata Govt.
Published by: Tanujit Das
  • Posted:July 24, 2019 7:28 pm
  • Updated:July 25, 2019 1:48 pm

দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন সুষমা স্বরাজ৷ বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, এ রাজ্যের ২৩ জন ‘শহিদ’ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বললেন তিনি৷ শুনলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তাঁদের সমস্ত অভিযোগ৷ এবং এরপরই মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন বিদেশমন্ত্রী৷ বিস্ময়ের সুরে জানালেন, ‘‘সমস্ত ঘটনা শোনার পর আমি দুঃখিত৷ আমি ভাবতে পারছি না, মানুষ কীভাবে এত বর্বর হতে পারে৷’’

[ আরও পড়ুন: রাজ্যের নাম বদল নিয়ে মোদির সঙ্গে বৈঠক তৃণমূল সাংসদদের ]

Advertisement

প্রসঙ্গত, বুধবার রাজধানীতে এ রাজ্যের ২৩ জন ‘শহিদ’ বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ‘কল ফর জাস্টিস’ নামে একটি সংগঠন৷ ‘পিপলস ট্রাইবুনাল অন পলিটিক্যাল ভায়োলেন্স ইন বেঙ্গল’ শীর্ষক ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘শহিদ’ বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা৷ তাঁদের উপর ঘটে যাওয়া এবং ঘটে চলা অত্যাচারের কাহিনি রাজধানীর মানুষজনকে শোনান তাঁরা৷ বিভিন্ন রাজনৈতিক হিংসায় এ রাজ্যে শাসকদলের হাতে তাঁরা কীভাবে অত্যাচারিত হয়েছেন বা হয়ে চলেছেন এবং কীভাবে প্রত্যেকদিন স্বজন হারানোর ব্যাথা তাঁদের তাড়িয়ে বেড়াচ্ছে, এই বিষয়গুলিই জাতীয় স্তরে বলেন তাঁরা৷

Advertisement

[ আরও পড়ুন: রাজ্যের নাম বদল নিয়ে মোদির সঙ্গে বৈঠক তৃণমূল সাংসদদের ]

সুষমা স্বরাজ ছাড়াও যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের কর্মী এবং প্রাক্তন বিচারপতিরা৷ তাঁদের কথা শুনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুষমা স্বরাজ৷ স্পষ্ট জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেকদিন ধরে চিনি৷ বাম আমলে তিনি নিজেই রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন৷ যখন তিনি ক্ষমতায় ছিলেন না৷ তখন থেকেই ওনার সঙ্গে আমার তখন সম্পর্ক ভাল৷ পরে ওনার মুখে হিংসার কথা শুনে আরও ভাল হয়েছিল৷ উনি বলেতেন, কীভাবে সিপিএমের হাতে তাঁর দলের লোকজন মার খাচ্ছেন৷ আমি হতবাক, ওনার শাসন ব্যবস্থায় কীভাবে এই সমস্ত হিংসার ঘটনা ঘটতে পারে৷’’

এমনকী, পঞ্চায়েত নির্বাচনের সময় পুরুলিয়ার মৃত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর খুনের ঘটনাও উল্লেখ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী৷ দুঃখপ্রকাশ করে জানান, ‘‘ত্রিলোচনের ঘটনায় আমি বিস্মিত৷ একটি রাজনৈতিক দল করায়, তাঁকে এভাবে খুন করা হতে পারে৷ আমি ভাবতে পারছি না৷ যুব সমাজ যাতে বিজেপি না করে, সেজন্য ভয় দেখানো হচ্ছে৷’’ এখানেই শেষ নয়, রাজ্যের ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন উষ্মাপ্রকাশ করেন সুষমা৷ জানান, ‘‘রাজ্যে ওনারা ন্যায় পায়নি বলেই দিল্লিতে এসেছেন৷ পুলিশ সেখানে কারও অভিযোগ নিচ্ছে না৷ খুন হলেও, পুলিশকে আত্মহত্যা বলছে৷ এফআইআর নেওয়া হচ্ছে না৷ তাই ন্যায়ের সন্ধানে এনারা দিল্লিতে এসেছেন৷ আমার মনে হয়, সিবিআইকে ছাড়া এসবের তদন্ত সম্ভবপর নয়৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ