Advertisement
Advertisement

Breaking News

ব্যাঙ্কের লাইনে বচসা, পুলিশের চড় প্রাক্তন জওয়ানকে

পুলিশের কথার জবাব দিতেই আচমকাই মিলল এক চড়।

Ex-serviceman slapped by policeman outside bank in Karnataka
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 12:19 pm
  • Updated:December 9, 2016 12:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত জওয়ান। দরজা খুলতেই আর সকলের মত তিনিও ভিতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়াতেই মিলল এক চড়। নিন্দনীয় এই ঘটনা ঘটেছে কর্নাটকের বাগালকোটে।

নোট বাতিলের জেরে সারা দেশের সমস্ত ব্যাঙ্কের সামনের চিত্রটা প্রায় একই। সকাল হলেই টাকা তোলার জন্য লম্বা লাইন দিতে হচ্ছে আম আদমিকে। শুক্রবার সকালে কর্নাটকের বাগালকোটের একটি ব্যাঙ্কের সামনেও ছিল লম্বা লাইন। লাইনে দাঁড়িয়েছিলেন ৫৫ বছরের ওই প্রাক্তন সেনাকর্মী নন্দাপ্পা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সকলেরই ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। তাই ব্যাঙ্কের দরজা খুলে দিতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। নন্দাপ্পাই বা বাদ যান কেন। তিনিও ঢোকার চেষ্টা করেন। পুলিশ বাধা দিতেই শুরু হয় তর্কাতর্কি। পুলিশের কথার জবাব দিতেই আচমকাই মিলল এক চড়। প্রথমে কিছুটা হকচকিয়েই গিয়েছিলেন তিনি। পরে অবশ্য তিনি বিষয়টির অভিযোগ জানান।

Advertisement

দেখুন সেই ভিডিও-

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ