Advertisement
Advertisement

দুর্নীতিমুক্ত হতে ভারতের সাহসী পদক্ষেপ প্রয়োজন, দাবি জেটলির

স্বচ্ছ ভারতের ভিতেই উন্নত ভারতের পথ দেখালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

Excessive paper currency has its own vice, need to take bold decision: Arun Jaitley
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 12:37 pm
  • Updated:August 12, 2021 6:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সাহসী পদক্ষেপ প্রয়োজন৷ এটাই দেশকে দুর্নীতি মুক্ত করার প্রকৃত সময়৷ অত্যধিক কাগুজে নোটের অপকারিতাও রয়েছে, তা প্রলোভন জাগায়৷ গান্ধীনগরে অষ্টম ভাইব্র্যান্ট গুজরাট সামিটে এভাবেই নোট বাতিল নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

এদিন জেটলি বলেন, ঐতিহাসিক সিদ্ধান্ত প্রথম প্রথম কিছুটা বেদনাদায়ক হয়েই থাকে৷ তবে এর সুদূরপ্রসারী প্রভাব আমাদের বর্তমান ও ভবিষ্যত জীবনকে সমৃদ্ধ করবে৷ নোট বাতিলের এই সিদ্ধান্ত দেশকে স্বচ্ছ ও বাড়তি জিডিপি’র লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে৷

Advertisement

নোট বাতিলের সিদ্ধান্তের পর কেটে গিয়েছে দুই মাস৷ এখনও সমস্যা রয়ে গিয়েছে৷ এদিন গান্ধী নগরের সামিটে মেনে নিলেন অর্থমন্ত্রী৷ তবে তিনি এও জানান, বেশিরভাগ সমস্যাই মিটিয়ে নেওয়া সম্ভব হয়েছে৷ কিছু গুরুতর সমস্যা রয়ে গিয়েছে বটে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন জেটলি৷

Advertisement

এদিন জিএসটি প্রসঙ্গও তোলেন জেটলি৷ তিনি বলেন, নোট বাতিল এবং পণ্য ও পরিষেবা কর (GST) দুইয়েরই ফল নতুন বছরে পাবে দেশ৷

আরও পড়ুন –

খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের

নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ