Advertisement
Advertisement
Uttar Pradesh HIV

সরকারি হাসপাতালে একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার, যোগীরাজ্যে HIV আক্রান্ত শিশু

রিপোর্ট তলব করে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সে রাজ্য়ের উপমুখ্যমন্ত্রী।

Family Claims UP Girl Tests HIV Positive After Doctor Uses Same Syringe
Published by: Paramita Paul
  • Posted:March 5, 2023 4:24 pm
  • Updated:March 5, 2023 4:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই সিরিঞ্জ ব্যবহার করে একাধিক ব্য়ক্তিকে ইঞ্জেকশন। যার জেরে এইচআইভি (HIV) আক্রান্ত উত্তরপ্রদেশের এক খুদে। চিকিৎসকের ভুলের খেসারত দিচ্ছে তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে কাঠগড়ায় যোগীরাজ্যের এটাহ জেলার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যে রিপোর্ট তলব করে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সে রাজ্য়ের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

এটাহ-র রানি অবন্তী বাই লোধি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি হয়েছিল শিশুটি। তাঁর পরিবারের অভিযোগ, একই সিরিঞ্জ দিয়ে একাধিক রোগীকে একই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল। যার জেরে শিশুটি এইডস আক্রান্ত হয়েছে। গত ২০ তারিখ তাকে হাসপাতালে ওই সরকারি হাসপাতালে আবার ভরতি করা হয়। পরিবারের আরও অভিযোগ, শিশুটি এইচআইভি আক্রান্ত জানতে পেরে তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছিল। শিশুটির পরিবারের তরফে জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়।

Advertisement

[আরও পড়ুন: আগামী মাস থেকে সোনা কেনার নিয়মে বদল, জেনে নিন প্রয়োজনীয় তথ্য]

অভিযোগ পাওয়া মাত্র তদন্তের নির্দেশ দেন জেলাশাসক। চিফ মেডিক্যাল অফিসারকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের কাছে রিপোর্ট তলব করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, এটাহর মেডিক্যাল কলেজের এক চিকিৎসক একই সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ পেয়েছি। এক শিশু এইচআইভি পজিটিভও হয়েছে। সরকারি হাসপাতালের প্রিন্সিপালের কাছ থেকে রিপোর্ট চেয়েছি।”

Advertisement

 

[আরও পড়ুন: ‘ওখানে কুকুরের মাংসের খুব চাহিদা’, পথ কুকুরদের অসমে পাঠানোর প্রস্তাব মহারাষ্ট্রের বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ