Advertisement
Advertisement

Breaking News

রামের স্বপ্নাদেশ! ইসলাম ছেড়ে হিন্দু হল গোটা পরিবার

যোগীর রাজ্যে প্রকট রামের লীলা৷

Family embraces Hindiism following divine Diktat
Published by: Tanujit Das
  • Posted:November 3, 2018 1:38 pm
  • Updated:November 3, 2018 1:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”স্বপ্নে ভগবান এসে আমাকে মন্দির তৈরি করতে বললেন৷” ”স্বপ্নাদেশে ঈশ্বর আমাকে মাটি খুঁড়ে তাঁকে উদ্ধার করে প্রতিষ্ঠা করার নির্দেশ দিলেন৷” ঈশ্বরের স্বপ্নাদেশে নিয়ে এমন অনেক কথা আমাদের চারপাশে চাউর আছে৷ কেউ অন্ধভাবে তা বিশ্বাস করেন এবং সেই স্বপ্নাদেশকে মান্য করেন৷ আবার কেউ নিছক ভ্রম বলে উড়িয়ে দেন৷ তবে উত্তরপ্রদেশের শামলি শহরের শাহজাদ রানার সঙ্গে যা ঘটল তা একপ্রকার বিরল৷ মুসলিম এই ব্যক্তির স্বপ্নে এলেন খোদ রামচন্দ্র৷ নির্দেশ দিলেন ধর্মান্তরিত হওয়ার৷ ভিনধর্মের ঈশ্বরের নির্দেশ অমান্য করার সাহস দেখাতে পারেননি শাহজাদ৷ তিনি এবং তাঁর গোটা পরিবার ইসলাম থেকে ধর্মান্তরিত হলেন হিন্দুতে৷

[ফের অসমে চলল গুলি, এবার আতঙ্ক ছড়াল বিহারি লাইনে]

Advertisement

মুসলিম শাহজাদ রানা এখন অতীত৷ হিন্দু ধর্ম গ্রহণ করার পর তাঁর নাম হয়েছে সঞ্জু রানা৷ ইতিমধ্যে জেলাশাসকের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি৷ আবেদন করেছেন সমস্ত সরকারি নথিপত্রে নাম পরিবর্তনের৷ সঞ্জু (শাহজাদ)-এর দাবি, তাঁর পূর্বপুরুষরা হিন্দুই ছিলেন৷ কিন্তু তাঁদের বলপূর্বক ধর্মান্তরিত করা হয়৷ হিন্দু থেকে তাঁদের ইসলামে ধর্মান্তরিত করা হয়৷ কিন্তু প্রভু রাম তাঁদের পথ দেখান৷ ধর্মান্তরিত পরিবারটি জানায়, ২০ দিন আগে সঞ্জুর স্বপ্নে আসেন প্রভু রামচন্দ্র৷ তিনিই ধর্মান্তরের নির্দেশ দেন৷ বলেন, হিন্দু ধর্মে ফিরে আসতে৷ প্রভুর নির্দেশ ধর্মান্তকরণের সিদ্ধান্ত নেন সঞ্জু৷ পরিবারের সকলকে নিয়ে ইসলাম থেকে হিন্দুধর্ম গ্রহণ করেন৷ তবে কোনও দল বা সংগঠনের চাপে যে তাঁরা ধর্মান্তরের সিদ্ধান্ত নেননি এও জানিয়েছেন সঞ্জু৷

Advertisement

[বন্দুক হাতে ছবি পোস্ট, আইএস যোগ স্পষ্ট কাশ্মীরের নিখোঁজ ছাত্রের]

তাঁর কথায় বিষয়টা মোটেই সহজ ছিল না৷ তাঁর এই ধর্মান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হুমকি আসতে থাকে সঞ্জু এবং তাঁর পরিবারের উদ্দেশ্যে৷ সঞ্জু জানিয়েছেন, তাঁর নিজের কাকাই তাঁদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং তিনিও তাঁদের হুমকি দেন৷ পাশাপাশি, পাড়া-প্রতিবেশীদের থেকেও শুনতে হয় গঞ্জনা৷ একটা সময় আতঙ্ক চরমে পৌঁছালে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন সঞ্জু৷ তাঁর এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেন পুলিশকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ