Advertisement
Advertisement

খোঁজ মিলছে না তেজ বাহাদুরের, আইনের দ্বারস্থ হচ্ছেন উদ্বিগ্ন স্ত্রী

শেষবার যখন তেজ বাহাদুরের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কথা হয়েছিল, তিনি বলেছিলেন, তাঁকে কোনও অচেনা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে৷

Family to file habeas corpus petition as Tej Bahadur ‘goes missing’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 9, 2017 2:56 pm
  • Updated:February 10, 2017 11:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোঁজ পাওয়া যাচ্ছে না ভারতীয় সেনাবাহিনীর ‘বিদ্রোহী’ জওয়ান তেজ বাহাদুর যাদবের৷ পরিবারের সদস্যরা বহু চেষ্টা করেও তেজ বাহাদুরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ আর সেই কারণেই খুব শীঘ্রই তাঁরা পিটিশন দেবেন বলে জানিয়েছেন৷ আইনের দ্বারস্থ হয়েই তেজ বাহাদুরের খোঁজ পেতে চাইছে পরিবার৷

সেনা ছাউনিতে থাকাকালীন খাবারের সমস্যায় জেরবার হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তেজ বাহাদুর৷ সেনা জওয়ানরা ঠিক কী ধরনের খাবার খেয়ে দিনযাপন করেন, সেই কথাই তিনি সেই ভিডিওতে বলেছিলেন৷ আর রাতারাতি তাঁর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ সেনার এহেন বক্তব্য প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রীর অফিস থেকে বিষয়টি সম্পর্কে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়৷ বিষয়টি নিয়ে জল এতটাই গড়ায় যে শেষ পর্যন্ত তেজ বাহাদুর চাকরি থেকে ভিআরএস নেওয়ার আর্জি জানান৷ কিন্তু খারিজ হয় সেই আর্জিও৷

Advertisement

(রেশন দোকানেও এবার বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড)

জওয়ানের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা কোনওভাবেই তেজ বাহাদুরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ তাঁকে পাঠানো চিঠিরও কোনও উত্তর আসেনি৷ শুধু তাই নয়, শেষবার যখন তেজ বাহাদুরের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কথা হয়েছিল, তিনি বলেছিলেন, তাঁকে কোনও অচেনা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে৷ এরপর থেকেই তাঁর সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে পরিবারের দাবি৷

Advertisement

প্রসঙ্গত, গত সোমবার তেজ বাহাদুরের স্ত্রী এবং ভাই প্যারামিলিটারি ডিরেক্টর জেনারেল কে কে শর্মার সঙ্গে দেখা করেন৷ তিনি তাঁদের আশ্বাস দেন যে বিষয়টির তদন্ত নিরপেক্ষভাবেই হবে৷ কিন্তু এরপর তাঁর তরফ থেকে আর কোনও আশানুরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কোনওদিকে আসার আলো না দেখেই আইনের দ্বারস্থ হওয়ার ভাবনা তেজ বাহাদুর যাদবের স্ত্রীর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ