BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু রেডিও জকির

Published by: Sangbad Pratidin Digital |    Posted: October 22, 2016 8:06 pm|    Updated: January 15, 2020 5:51 pm

Famous Radio Mirchi RJ Died While On Air

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু হল বেসরকারি রেডিও চ্যানেলের আরজে’র৷ মৃতের নাম শুভম কেচে (২৩)৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চ্যানেলের নাগপুরের অফিসে৷

বৃহস্পতিবার সকালে রোজকার মতো নিজের অনুষ্ঠান করতে অফিসে গিয়েছিলেন শুভম৷ ঠিক সকাল সাড়ে নটায় শুরু হয় তাঁর অনুষ্ঠান৷ ‘হাই নাগপুর’- শুধু এই শব্দটুকুই বলতে পেরেছিলেন শুভম৷ এরপরই বলেন, বুকে ব্যাথা অনুভব করছেন৷ সঙ্গে সঙ্গে শুভমকে নিয়ে হাসপাতালে রওনা দেন তাঁর সহকর্মীরা৷ কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগেই তরুণ রেডিও জকির মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর প্রায় ১০ থেকে ১৫ মিনিট আগে মৃত্যু হয় শুভমের৷

অস্বাভাবিক মৃত্যুর কারণে শুভমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে, ডাক্তারদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রেডিও জকির৷ প্রসঙ্গত, তিন বছর আগেই মৃত্যু হয় শুভমের বাবার৷ তারপর থেকে শুভমের রোজগারের উপরই নির্ভরশীল ছিল তার পরিবার৷ তাঁর অাকস্মিক মৃত্যুর পর পরিবারও বিপর্যয়ের মুখে পড়ল বলে মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে