Advertisement
Advertisement
Farmers' protest

কৃষকদের ধরনায় মোদির মৃত্যুকামনায় গান! ভিডিও পোস্ট করে বামেদের তোপ অমিত মালব্যর

মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যেও।

Farmers' protest: Shocking slogans chanted by protestors against PM Modi,
Published by: Soumya Mukherjee
  • Posted:December 13, 2020 11:18 pm
  • Updated:December 13, 2020 11:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। বেশ কয়েকবার সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হলেও সমাধানসূত্র কিছু বেরোয়নি। এর জেরে সোমবার সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের সমর্থনে অনশন করার ঘোষণা করেছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজের দলের প্রত্যেক সদস্যকেও কৃষকদের সমর্থনে এই কাজ করার অনুরোধ জানিয়েছেন। এই সব ঘটনার ঘনঘটায় উত্তেজনা ক্রমশ চরমে উঠছে। ঠিক তখনই চাঞ্চল্যকর একটি ভিডিও পোস্ট করে বামেদের প্রবল সমালোচনা করলেন বিজেপির আইটি সেলে ( IT Cell)’র প্রধান অমিত মালব্য। ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যেও।

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ওই বিজেপি নেতার শেয়ার করা ভিডিওতে বাম কৃষক সংগঠনের মহিলা সদস্যদের একটা গান করতে শোনা যাচ্ছে। যে গানের প্রতিটি লাইনের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)’র মৃত্যুকামনা করা হচ্ছিল। বলা হচ্ছিল, ‘মোদি তুই মরে যা (Modi Mar Jaa Tu)’। একজন প্রৌঢ়া দাঁড়িয়ে সেই গানটি করছিলেন আর তাঁর আশপাশে বসে থাকা অনেক মহিলা তাতে গলা মেলাচ্ছিলেন।

[আরও পড়ুন: শিখদের সঙ্গে মোদির সম্পর্ক কেমন?‌ কৃষক আন্দোলনের মাঝেই ২ কোটি শিখকে মেল IRCTC’‌র ]

রবিবার ওই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অমিত মালব্য (Amit Malviya) লিখেছেন, ‘কৃষকদের আন্দোলনে খুবই লজ্জাজনক ব্যবহার। মহিলারা মোদি তুই মরে যা বলে গান গাইছেন। এই ধরনের কাজই কি শুধু ভারতের কমিউনিস্ট পার্টিগুলো করতে পারে?’

[আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে বড়সড় ঘোষণা করল SBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ