Advertisement
Advertisement

ভর্তি নিতে নারাজ হাসপাতাল, বাবার কাঁধেই মৃত্যু সন্তানের

প্রায় বিনা চিকিৎসায় শিশুটি মারা গিয়েছে বলেই অভিযোগ৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 5:16 pm
  • Updated:August 30, 2016 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বরে পুড়ে যাচ্ছে সন্তানের শরীর৷ ডাক্তারদের কাছে সাহায্য চেয়ে করুণ মিনতি করেছিলেন বাবা৷ কিন্তু মেলেনি৷ স্পষ্ট নির্দেশ ছিল শিশু হাসপাতালে নিয়ে যেতে৷ তাই করতে রাজি ছিলেন৷ প্রায় ২৫০ মিটার পথ যাওয়ার জন্য চেয়েছিলেন একটি স্ট্রেচার৷ মেলেনি তাও৷ শেষমেশ কাঁধে করে নিয়ে যাওয়ার সময়ই পথেই মৃত্যু হল ১২ বছরের বালকের৷

ওড়িশার কালাহান্ডিতে মৃত স্ত্রী’র দেহ বয়ে নিয়ে যাওয়ার ঘটনা যখন অমানবিকতার বিজ্ঞাপন হয়ে উঠেছে, তখন এ ঘটনা কানপুরের৷ প্রচণ্ড জ্বর দেখে সন্তানের চিকিৎসার জন্য প্রায় ডাক্তারদের দরজায় দরজায় ঘুরতে হয়েছে সুনীল কুমার নামে ওই ব্যক্তিকে৷ শেষমেশ তিনি পৌঁছন লালা লাজপত রায় হাসপাতালে৷ সেখানে জরুরি বিভাগে সন্তানকে ভর্তি করানোর চেষ্টা করেও ব্যর্থ হন৷  প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পর তাঁকে জানানো হয় এখানে বাচ্চাটির চিকিৎসা হবে না৷ স্ট্রেচার দিতেও অস্বীকার করা হয়৷ সেখান থেকে শিশুদের হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় বারো বছরের অংশের৷

Advertisement

সুনীল কুমারের অভিযোগ, চিকিৎসকরা একটু সহৃদয় হলে তাঁর সন্তান বেঁচে যেত৷ ছেলে প্রচণ্ড অসুস্থ হওয়ায় প্রায় কাকুতি মিনতি করেছিলেন তিনি৷ কিন্তু কিছু জুনিয়র ডাক্তার ছাড়া কেউই কোনও মনোযোগ দেননি৷ ফলত প্রায় বিনা চিকিৎসায় শিশুটি মারা গিয়েছে বলেই অভিযোগ৷ সরকারি হাসপাতালের দুরবস্থার ছবিই স্পষ্ট হয়েছে এই ঘটনায়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ