Advertisement
Advertisement

Breaking News

নাগরিকপঞ্জি থেকে বাদ প্রাক্তন রাষ্ট্রপতির ভাইয়ের পরিবারের নাম, তুঙ্গে বিতর্ক

অবাক কাণ্ড!

Former President Fakhruddin Ali Ahmed’s Nephew Among Those Missing from Assam NRC Final Draft
Published by: Sayani Sen
  • Posted:July 31, 2018 2:56 pm
  • Updated:August 1, 2018 4:03 pm

মণিশংকর চৌধুরি, গুয়াহাটি: অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছে সোমবার৷ ওই খসড়ায় নাম নেই প্রায় ৪০ লক্ষ নাগরিকের৷ ওই তালিকা থেকে বাদ গিয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ভাইয়ের পরিবারেরও৷ অবাক করা এই তথ্য সামনে আসার পর থেকে মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ একজন রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের নাম কীভাবে নাগরিকপঞ্জির খসড়া থেকে বাদ গেল, উঠছে প্রশ্ন৷

[পরাধীন ভারতে স্কুল তৈরি পূর্বসূরির, স্বাধীন দেশে ঠাঁই নেই গোটা পরিবারের]

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ভাই একরামুদ্দিন আলি আহমেদও মারা গিয়েছেন৷ অসমের কামরূপ জেলার রঙ্গিয়ার দীর্ঘদিনের বাসিন্দা ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির ভাই একরামুদ্দিন৷ সদ্য প্রকাশিত নাগরিকপঞ্জির খসড়ায় নাম নেই একরামুদ্দিনের ছেলে জিয়ামুদ্দিন-সহ তাঁর পরিবারের সদস্যদের৷ জিয়ামুদ্দিন বলেন, ‘‘প্রাক্তন রাষ্ট্রপতির ভাইপো হওয়া সত্ত্বেও নাগরিকপঞ্জির খসড়ায় নাম নেই আমার৷ নাম নেই আমার বাবারও৷ এ বিষয়ে আমরা সত্যিই চিন্তিত৷’’ প্রাক্তন রাষ্ট্রপতির পরিজনদের নামই যদি বাদ যায়, তবে নাগরিকপঞ্জির খসড়ার স্বচ্ছতা নিয়েও সন্দেহপ্রকাশ করেন তিনি৷   

Advertisement

[বিজেপির টার্গেটে সংখ্যালঘুরাই, অসম ইস্যুতে মমতার সুরেই সুর মেলালেন মায়াবতী]

নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায় প্রকাশিত তথ্যের স্বচ্ছতা নিয়ে বারবার অভিযোগ উঠেছে৷ খসড়ার নেপথ্যে রাজনীতির রঙ দেখেছেন বিভিন্ন দলের নেতামন্ত্রীরা৷ এরপরই সামনে এসেছে প্রাক্তন রাষ্ট্রপতির ভাইয়ের পরিবারের ওই তালিকায় নাম না থাকার চাঞ্চল্যকর তথ্য৷ এই তথ্য সামনে আসতেই নতুন করে মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ কীভাবে প্রাক্তন রাষ্ট্রপতির পরিজনরাই নাগরিকত্বের চূড়ান্ত খসড়া থেকে বাদ গেলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ আর এই তথ্য সামনে আসার পরই নাগরিকপঞ্জির খসড়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে৷

Advertisement

[‘নাগরিকপঞ্জির ভাবনা আমাদের’, কৃতিত্ব দাবি তরুণ গগৈয়ের]

যদিও অযথা আতঙ্কিত না হওয়ারই বার্তা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ যাঁরা প্রকৃত নাগরিক, কোনওভাবেই তাঁদের নাম নাগরিকপঞ্জির খসড়া থেকে বাদ যেতে পারে না বলে জানান তিনি৷ মুখ্যমন্ত্রীর এই দাবির পরেও কীভাবে প্রাক্তন রাষ্ট্রপতির ভাইয়ের পরিবারের নাম খসড়া থেকে বাদ যায়, এ প্রশ্ন তুলছেন অনেকেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ