Advertisement
Advertisement

Breaking News

Rampurhat Incident

Rampurhat Incident: বগটুই কাণ্ডে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের, মুম্বই থেকে ধরা পড়ল ৪

তাদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে বলে খবর।

Four arrested by CBI from Mumbai regarding Rampurhat Bagtui case | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 7, 2022 6:04 pm
  • Updated:April 7, 2022 6:38 pm

সুব্রত বিশ্বাস: রামপুরহাটের (Rampurhat Incident) বগটুই গ্রামে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেপ্তার। ঘটনায় জড়িত সন্দেহে মুম্বই (Mumbai) থেকে সিবিআইয়ের জালে ধরা পড়ল চারজন। এদের মধ্যে ২ জন – বাপ্পা শেখ ও  সাবু শেখের নাম ছিল এফআইআরে। বাকি ২ জন এদের পরচিত, মুম্বইয়ের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বৃহস্পতিবার চারজনকে মুম্বই আদালতে পেশ করে নিয়ে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নেওয়ার আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। শুক্রবার তাদের কলকাতায় আনা হতে পারে। 

গত ২১ মার্চ রাতে রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়।  মর্মান্তিক ঘটনা তোলপাড় ফেলে দেয় রাজ্য রাজনীতিতে। ঘটনার দিন তিনেক পর গ্রামে গিয়ে নিজে দলের স্থানীয় নেতাকে গ্রেপ্তারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM  Mamata Banerjee)।  এরপর তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারীরা কাজ শুরু করেছেন, খবর পেয়ে সোজা মুম্বই গিয়ে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত বাপ্পা শেখ, সাবু শেখ। এমনই জানা গিয়েছে সিবিআই সূত্রে। এদের নাম ছিল অগ্নিকাণ্ডে দায়ের করা এফআইআরেও। ফলে তাদের সন্ধানে নামে সিবিআই।

Advertisement

[আরও পড়ুন: ‘বোমা-বন্দুক আছে, ১০ মিনিটে গ্রামের সব বাড়ি উড়িয়ে দেব’, হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের উপপ্রধান]

সূত্রের খবর, এরা মুম্বইতে নিজেদের পরিচিত কারও ডেরায় লুকিয়েছিলেন বাপ্পা ও সাবু। তারা বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।  মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে তাদের হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারীরা। তাদের গ্রেপ্তার করে তোলা হয় মুম্বইয়ের আদালতে। কলকাতায় আনার জন্য আবেদন করেছিলেন তদন্তকারীরা।  তা মঞ্জুর করা হয়েছে বলে খবর।  উল্লেখ্য,বগটুইতে অগ্নিকাণ্ডের ঘটনায় সিবিআই (CBI) তদন্তভার নেওয়ার পর এটাই প্রথম গ্রেপ্তারি। ধৃত ৪ জনের মধ্যে দু’জনের পরিচয় এখনও মেলেনি। মনে করা হচ্ছে, তদন্তের স্বার্থে তা প্রকাশ করেননি গোয়েন্দারা। 

Advertisement

[আরও পড়ুন: ‘রাষ্ট্রপতি শাসন জারি হলে আরও বেশি ভোটে জিতবে তৃণমূল’, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ