Advertisement
Advertisement

Breaking News

এবার হরিয়ানায় বিজেপির গৃহদাহ! জোট ভাঙার আশঙ্কার মধ্যেই শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ বিধায়করা

লোকসভার আগেই ফের জোট ভাঙবে বিজেপি!

Four Independent Haryana MLAs meet BJP's Biplab Deb amid signs of differences in coalition govt | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 9, 2023 2:11 pm
  • Updated:June 9, 2023 2:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক রাজ্যে জোটসঙ্গী হারানোর মুখে বিজেপি! এবার নয়া চাপ আসছে হরিয়ানা (Haryana) থেকে। জোটসঙ্গী জননায়ক জনতা পার্টির সঙ্গে অশান্তির আবহেই বৃহস্পতিবার দলের রাজ্য পর্যবেক্ষক বিপ্লব দেবের সঙ্গে দেখা করলেন চার নির্দল বিধায়ক। সূত্রের খবর, এই চার বিধায়ককে সরাসরি বিজেপিতে টেনে নিয়ে জোটসঙ্গীর উপর চাপ বাড়াতে চাইছে বিজেপি।

২০১৯ সালে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪০ আসন জেতে বিজেপি। পরে কয়েকজন নির্দল এবং জননায়ক জনতা পার্টির হাত ধরে সরকার গড়ে গেরুয়া শিবির। সঙ্গে যোগ দেন কয়েকজন নির্দল বিধায়কও। কিন্তু জননায়ক জনতা পার্টির সঙ্গে বিজেপির সেই সংসার সুখের হয়নি। কৃষি আইন থেকে শুরু করে সাম্প্রতিক কুস্তিগিরদের বিক্ষোভ পর্যন্ত একাধিক ইস্যুতে দুই শিবিরের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। এমনকী শোনা যাচ্ছে, জেজেপি এবং বিজেপি ২০১৯ লোকসভা তথা হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগেই বিচ্ছেদের পথে এগোচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আগে মনোনয়ন বিজেপি দেবে, বাধা দিলে হিসেব আছে’, ভোটের দিন ঘোষণা হতেই স্বমেজাজে দিলীপ]

আগামী বিধানসভা নির্বাচনে যে জেজেপি (JJP) এবং বিজেপি (BJP) আলাদা আলাদাভাবে লড়তে চলেছে সেটাও একপ্রকার স্পষ্ট। খোদ জেজেপি প্রধান দুষ্মন্ত চৌটালা ঘোষণা করে দিয়েছেন, তাঁর দল শুধু ১০ আসনে লড়তে রাজি নয়। তাঁরা সংগঠন বাড়াতে চান। বিজেপির তরফে রাজ্য পর্যবেক্ষক বিপ্লব দেবও ঘোষণা করেছেন, বিধানসভায় (Assembly Election) বিজেপি ৯০ আসনে লড়াই করার জন্যই প্রস্তুত হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী, মনোয়নের সময় বাড়ানোর দাবি, পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টে যাচ্ছেন শুভেন্দু-অধীর]

এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগেই জেজেপি সমর্থন প্রত্যাহার করতে পারে বিজেপি সরকারের উপর। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না গেরুয়া শিবির। সেকারণেই বিকল্প হিসাবে নির্দলদের দলে টানছেন বিপ্লব। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার চার বিধায়ককে নিয়ে বৈঠক করেছেন তিনি। চার নির্দল বিধায়কই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভরসা দেখিয়েছেন বলে দাবি বিজেপি সূত্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ