Advertisement
Advertisement

Breaking News

ফের ঊর্ধ্বমুখী জ্বালানির মূল্য, মাথায় হাত মধ্যবিত্তের

খানিকটা স্বস্তিতে কলকাতাবাসী৷

Fuel prices hiked again

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:September 10, 2018 10:41 am
  • Updated:September 10, 2018 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্য-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম৷ তারই প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস৷ বনধে সমর্থন করেছে বামেরাও৷ এদিনও ঊর্ধ্বমুখী জ্বালানির মূল্য৷ এই নিয়ে একটানা পাঁচদিন মহার্ঘ জ্বালানি৷ দিল্লি ও মুম্বইয়ে প্রতি লিটারে ২৩ পয়সা বেড়েছে পেট্রলের দাম৷ তবে কলকাতাবাসীর জন্য স্বস্তির খবর একটাই৷ শহরে জ্বালানির দাম বাড়েনি৷ পেট্রল ও ডিজেলের দাম কমল লিটার প্রতি ১২ পয়সা ও ১০ পয়সা৷

[বাম-কংগ্রেস ভারত বনধে মিলল না সাড়া, কলকাতায় স্বাভাবিক জনজীবন]

সোমবার কলকাতায় পেট্রলের মূল্য ৮৩.২৭ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৭৫.৩৬ টাকা৷ অর্থাৎ রবিবারের থেকে সামান্য কম৷ তবে দিল্লি ও মুম্বইয়ের ছবিটা অন্যরকম৷ বাণিজ্যনগরীতে পেট্রলের দাম ৮৮ টাকার গণ্ডিও টপকে গেল৷ সোমবার মুম্বইয়ে পেট্রলের দাম ২৩ পয়সা বেড়ে হয়েছে ৮৮.১২ টাকা৷ দিল্লিতেও সমপরিমাণ দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮০.৭৩ টাকায়৷ ডিজেলের দামও উর্ধ্বমুখী৷ লিটার পিছু ২২ পয়সা বেড়ে রাজধানীতে এদিন ডিজেল মিলছে ৭২.৮৩ টাকায়৷ মুম্বইয়ে এক লিটার ডিজেলের জন্য ক্রেতাকে দিতে হচ্ছে ৭৭.৩২ টাকা৷

[গড়িয়ার নিখোঁজ গবেষকের দেহ উদ্ধার বাগনানে, পকেটে মিলল চিরকূট]

শুধু পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও৷ পাশাপাশি, ডলারের তুলনায় রেকর্ড পরিমাণ পতন হয়েছে টাকার মূল্যে৷ ফলে, সংসার চালাতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের৷ কবে এই দুর্ভোগের হাত থেকে মুক্তি মিলবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে৷ তবে জ্বালানির এই মূল্যবৃদ্ধির দায় নিজেদের কাঁধ থেকে ঝাড়তে চাইছে কেন্দ্র৷ তাদের দাবি, আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবই পড়েছে দেশীয় বাজারে৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জেরেই পেট্রল-ডিজেল মহার্ঘ বলে জানিয়েছেন কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ যদিও সরকারের এই যুক্তি কোনওমতেই মানছেন না বিরোধীরা৷ সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলে নেমেছে কংগ্রেস-বামেরা৷ তবে এই বনধ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দীহান রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ