Advertisement
Advertisement

অবহেলা করা বাবার সই কেন লাগবে পাসপোর্টের জন্য?

একরত্তি মেয়ের এই প্রশ্ন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ আপনার কী মত?

Girl can’t have her Passport because of her abusive Father
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 7:42 pm
  • Updated:December 7, 2016 7:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্ম থেকে মাকেই সব কিছু মেনেছে ছোট্ট মেয়েটা৷ বাবা আছে বটে৷ তবে তা দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়৷ মা’র ডিভোর্সের পর সেই দুঃস্বপ্ন থেকে রেহাই মিলেছিল বটে, কিন্তু আবার সেই দুঃস্বপ্নই তাকে তাড়া করে বেড়াচ্ছে৷ সৌজন্যে পাসপোর্ট অফিস৷

নাম প্রকাশে অনিচ্ছুক দশ বছরের মেয়েটি সারা পৃথিবী ঘুরে দেখতে চায় মায়ের সঙ্গে৷ সিঙ্গল মাদার হলেও মা’র সেই ক্ষমতা রয়েছে৷ কিন্তু নাবালিকা হওয়ার সুবাদে পাসপোর্ট পেতে গেলে প্রয়োজন বাবার সই৷ এখানেই অসুবিধা ১০ বছরের মেয়েটির৷ কারণ ভরনপোষণের দায়িত্ব নিতে না চাইলেও একটিমাত্র সই করতে ভীষণ আপত্তি সেই ব্যক্তির৷ এদিকে পাসপোর্ট অফিসে দরবার করেও কোনও লাভ হচ্ছে না৷ আধিকারিকদের যুক্তি, ফর্মে যেহেতু বাবার নামের স্থান রয়েছে এবং তা পূরণ করা বাধ্যতামূলক৷ তাই তাদের কিছু করার নেই৷

Advertisement

এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে খুদে প্রতিবাদী৷ তার প্রশ্ন, যে বাবা আবার বিয়ে করে আলাদা সংসার পেতেছে, তাদের কোনও খোঁজ নেওয়ার কখনও প্রয়োজন মনে করে না৷ তার সই কেন প্রয়োজন পাসপোর্টের জন্য? কেন তার মা যিনি তার সমস্ত দায়িত্ব একার হাতে পালন করে আসছেন, তিনি একা তার অভিভাবক হতে পারবেন না? ‘হিউম্যানস অফ বম্বে’ নামে এক ফেসবুক পেজের মাধ্যমে এই প্রশ্ন তুলেছে একরত্তি মেয়ে৷ আর তার এই প্রশ্নে লাইকের সংখ্যা ১৬ হাজারের বেশি৷ শেয়ারের সংখ্যাও দেড় হাজারের কাছাকাছি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ