Advertisement
Advertisement
NDA

ফের ধাক্কা খেল বিজেপি, এনডিএ থেকে সমর্থন তুলে নিল আরও এক দল

মানুষের জন্য কাজ করছে না বিজেপি, অভিযোগ তাদের।

Goa Forward Party quits NDA, blames BJP govt for ‘anti-Goan policies’ । Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 14, 2021 11:37 am
  • Updated:April 14, 2021 11:37 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার (Goa) সাধারণ নাগরিকদের জন্য কোনও কাজ করেনি বিজেপি (BJP)। এই অভিযোগে মঙ্গলবার এনডিএ ছাড়াল গোয়া ফরওয়ার্ড পার্টি। দলের নেতা বিজয় সরদেশাইয়ের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়ে এনডিএ থেকে বেরিয়ে আসার কথা জানানো হয়েছে। 

তাঁর দাবি, ২০১৯ সালে জুলাই মাস থেকে তাদের সঙ্গে এনডিএ-র সম্পর্ক কার্যত শেষ হয়ে গিয়েছিল। রাজনৈতিক মহলের দাবি, গোয়া ফরওয়ার্ড পার্টি এনডিএ ছাড়লেও রাজ্য মন্ত্রিসভায় তার কোনও প্রভাব পড়বে না। ৪০ আসনের গোয়া বিধানসভায় এমনিতেই সংখ্যাগরিষ্ঠ এনডিএ-র প্রমোদ সাওয়ান্তের সরকার। ২০১৭ সালে বিধানসভা ভোটে এনডিএ-কে সমর্থন করেছিল গোয়া ফরওয়ার্ড পাটি। ৩টি আসনে জয়ী হয়েছিল জিএফপি। কিন্তু ২০১৯ সালে মনোহর পারিকরের মৃত্যুর পরেই বদলে যায় রাজনৈতিক সমীকরণ। প্রমোদ সাওয়ান্ত মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হয় জিএফপির ৩ বিধায়ককে।

Advertisement

[আরও পড়ুন: নিষেধাজ্ঞাই সার! কুম্ভমেলায় লক্ষাধিক ভক্তের জমায়েত, ইতিমধ্যেই করোনা আক্রান্ত শতাধিক]

তারপর থেকেই শুরু হয় দ্বন্দ্ব। অবশেষে মঙ্গলবার এনডিএ ছাড়ার সিদ্ধান্ত। সামনের বছরই গোয়ায় বিধানসভা নির্বাচন। ওয়াকিবহাল মহল মনে করছে, ভোটের আগে এনডিএ’র শক্তি হ্রাস পাওয়ায় কিছুটা হলেও ধাক্কা খেল বিজেপি।

Advertisement

প্রসঙ্গত, গত ডিসেম্বরে নতুন কৃষি আইনকে কেন্দ্র করে শুরু হওয়া কৃষক বিক্ষোভের চাপে পরপর এনডিএ’র সঙ্গ ছেড়েছিল একাধিক দল। রাজস্থানের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি কিংবা পঞ্জাবের শিরোমণি অকালি দলও গেরুয়া শিবির ত্যাগ করেছিল। সেই সময় বিজেপি কটাক্ষ করে শরদ পওয়ারের (Sharad Pawar) ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি দাবি করেছিল, একে একে সব জোটসঙ্গীই বিজেপিকে ছেড়ে যাবে এবং অচিরেই এনডিএ ধূলিসাৎ হবে।

[আরও পড়ুন: কাশী বিশ্বনাথ-জ্ঞানবাপী মসজিদ মামলায় বারাণসী আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ ওয়াকফ বোর্ডের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ