Advertisement
Advertisement

নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত গুগল সিইও-র

গুগলের সিইও নিজের চেনা কর্পোরেট ইমেজ ছেড়ে এদিন যেন ফিরে গেলেন অনেকটাই পুরনো মেজাজে৷

Google CEO Sundar Pichai hails demonetisation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 4:39 pm
  • Updated:January 5, 2017 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসংসায় পঞ্চমুখ গুগল সিইও সুন্দর পিচাই৷  নোট বাতিলের সিদ্ধান্ত একটি প্রয়োজনীয় এবং সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেন পিচাই৷  তাঁর মতে, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ দেশকে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে নিয়ে যাবে৷

দেশে ফিরে পিচাই বলেন, ভারতের মতো এত বড় একটি দেশে নগদহীন লেনদেন চালু করতে গেলে সাধারণ জনজীবন কিছুটা প্রভাবিত হবেই৷ তবে ভবিষ্যতে এর সুফল মিলবে বলেই বিশ্বাস তাঁর৷ তিনি আরও বলেন যে গুগল ভারতের জন্য উন্নতমানের ডিজিটাল প্রোডাক্ট আনতে চলেছে৷

Advertisement

বুধবার, সফরে এসে পিচাই দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পদ্যোগীদের জন্য ‘ডিজিটাল আনলকড ইনিশিয়েটিভ’-এর ঘোষণা করেন৷ বৃহস্পতিবার আইআইটি খড়্গপুরে আসেন প্রাক্তন ছাত্র পিচাই৷ অন্যান্য ছাত্রদের সঙ্গে সময় কাটান তিনি৷ আইআইটিতে এদিন তিনি বলেন যে, ভারতীয় কোম্পানিগুলোর উচিত বিশ্বের বাজারে নজর দেওয়া৷ তিনি আরও বলেন যে, ভারত থেকে প্রযুক্তিগত ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ আসবে বলে তিনি আশাবাদী৷ মোদির নোট বাতিল দেশের সামগ্রিক উন্নতির হারকে আরও বাড়াবে বলেও মত পিচাইয়ের৷

Advertisement

রাশভারী পিচাই আইআইটিতে এসে এখানে কাটানো নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথা বলেন৷  নিজের হিন্দি জ্ঞান সম্পর্কে মজা করে পিচাই বলেন যে, প্রথমদিকে তিনি সবাইকে “আবে শালে” বলে ডাকতেন৷ ভাবতেন এটাই বন্ধুত্বপূর্ণ সম্বোধন৷ গুগলের সিইও নিজের চেনা কর্পোরেট ইমেজ ছেড়ে এদিন যেন ফিরে গেলেন অনেকটাই পুরনো মেজাজে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ