BREAKING NEWS

১১ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

আয়কর রিটার্ন জমার মেয়াদ বাড়াল কেন্দ্র

Published by: Sangbad Pratidin Digital |    Posted: July 30, 2016 10:30 am|    Updated: July 30, 2016 10:30 am

Government Extends Deadline For Filing Income Tax Returns

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর রিটার্ন পেশের অন্তিম সময়সীমা বাড়ল৷ ২০১৫-২০১৬-র ট্যাক্স রিটার্ন (অ্যাসেসমেন্ট বছর ২০১৬-২০১৭) জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই৷ শুক্রবারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ধর্মঘটের জেরে ব্যবসায়িক কাজকর্ম বন্ধ ছিল৷ এর ফলে রিটার্ন পেশ করার মেয়াদ বাড়িয়ে ৫ আগস্ট করে দেওয়া হয়েছে৷
তবে এই মুহূর্তে জম্মু-কাশ্মীরের অগ্নিগর্ভ পরিস্থিতি ও সেখানে চলতে থাকা সাম্প্রতিক অশান্তির জন্যই এই মেয়াদ আরও বাড়ানো হয়েছে৷ সেখানে আয়কর রিটার্ন পেশের অন্তিম সময়সীমা ৩১ আগস্ট৷ কেন্দ্রীয় রাজস্ব সচিব হাঁসমুখ আধিয়া এ দিন টুইট করে এ কথা জানিয়েছেন৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে