Advertisement
Advertisement

Breaking News

পুরনো নোটে বীজ কিনতে পারবেন কৃষকরা, জানাল কেন্দ্র

তিন মাস এবং তার বেশি পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা সপ্তাহে ৫০,০০০ টাকা তুলতে পারবেন৷

Govt allows farmers to buy seeds with old notes, cash withdrawal limit raised
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 21, 2016 4:17 pm
  • Updated:November 21, 2016 4:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক দেশের অর্থনৈতিক বিকাশে সাহায্য করলেও, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের পক্ষে বেশ সমস্যার হয়ে দাঁড়াচ্ছে৷ মূলত এই অভিযোগেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করছে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি৷ নগদ টাকার আকাল এবং চাহিদা অনুযায়ী নয়া নোট না মেলায় নাজেহাল হচ্ছে আম আদমি৷ সব মিলিয়ে টাকা বাতিলের সিদ্ধান্তে বেশ কোণঠাসা অবস্থা কেন্দ্রের৷ এবার এই অবস্থার পরিবর্তন আনতে ও তৃণমূল স্তরের মানুষের পাশে দাঁড়াতে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ সোমবার, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের বিনিয়ময়ে চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন কৃষকরা৷

এদিন কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকার পরিচালিত আউটলেট থেকে পুরনো ৫০০ টাকা দিয়ে বীজ কিনতে পারবেন কৃষকরা৷ পিএসইউ, কেন্দ্র ও রাজ্য বীজ কর্পোরেশন, কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে এই পরিষেবা মিলবে বলেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷ যদিও পুরনো নোট দিয়ে বীজ কেনার ক্ষেত্রে বৈধ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক বলে জানানো হয়েছে সরকারের তরফে৷

Advertisement

পাশাপাশি, এদিন আশার বাণী শুনিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-ও৷ আরবিআইয়ের পক্ষ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়, তিন মাস এবং তার বেশি পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা সপ্তাহে ৫০,০০০ টাকা তুলতে পারবেন৷ বাজারে আসা নতুন ২০০০ টাকার নোট দেওয়া হবে এক্ষেত্রে বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement