Advertisement
Advertisement

সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও

কেন আধার না থাকলে আপনার ফোন কাজ করবে না?

Govt makes aadhar mandatory for mobile users
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 24, 2017 8:46 am
  • Updated:December 28, 2019 4:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বাধ্যতামূলক হয়েছে আধার কার্ড৷ এমনকী কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুযোগসুবিধা পেতেও আধার ছাড়া গতি নেই৷ তবে এখানেই কিন্তু শেষ নয়৷ এবার আধার না থাকলে বিকল হতে পারে আপনার ফোনটিও৷

জাতপাত নয়, আর্থ-সামাজিক মানদণ্ডেই হবে সংরক্ষণ ]

Advertisement

কেন আধার না থাকলে আপনার ফোন কাজ করবে না? এবার সমস্ত প্রিপেড বা পোস্ট পেড মোবাইল নম্বরকে আধারের সঙ্গে সংযুক্তিকরণের নির্দেশ দিল প্রশাসন৷ এই মর্মে ডট (ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস) একটি নোটিস পাঠাতে চলেছে টেলিকম অপারেটরগুলিকে৷ সেখানেই এ নির্দেশ দেওয়া হচ্ছে৷ অর্থাৎ যে সময়েই সিমকার্ড নেওয়া হোক না কেন, সেগুলিকে পুনরায় ভেরিফাই করা হবে৷ প্রত্যেক ব্যক্তির আধার নম্বরের সঙ্গে ফোন নম্বরের যোগ থাকবে৷

Advertisement

[ বিএসএফ জওয়ান তেজ বাহাদুর ‘মৃত’! ভিডিও ভাইরাল ]

সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে৷ তবে অনেক ক্ষেত্রেই তা যে মান্য করা হয় না, এমন অভিযোগও এসেছে৷ নামমাত্র তথ্য নিয়েই সিম কার্ড বা ফোন নম্বর দিয়ে দেওয়া হয়৷ তা অনেকসময় বিপজ্জনক আকারও নেয়৷ কোনও সন্ত্রাসি কার্যকলাপের সঙ্গেও যে এই নম্বরগুলির যোগ থাকতে পারে, এমন নমুনাও বিরল নয়৷ এই প্রতারণা রুখতেই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত৷ আদালতের ফরমান ছিল, দেশের প্রত্যেকটি ফোন নম্বর ভেরিফায়েড হওয়া উচিত৷ অবশ্য আধারের মাধ্যমেই যে তা করতে হবে, এমন নির্দেশ আদালত দেয়নি৷ কিন্তু প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যেহেতু আধারই দেশের প্রত্যেক ব্যক্তির ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, সেহেতু এর সঙ্গে সংযুক্তিকরণেই যথার্থ ভেরিফিকেশন হওয়া সম্ভব, এমনটাই সিদ্ধান্ত কেন্দ্রের৷ আর তাই খুব শিগগিরি শুরু হতে চলেছে এই ভেরিফিকেশন৷ যদি আধারের সঙ্গে সংযুক্তিকরণ নয়, তবে যে কোনও ফোন নম্বরই বেআইনি বলে ঘোষিত হবে৷ এর সময়সীমা ৬ ফেব্রুয়ারি, ২০১৮৷

প্রকাশ্যে এল শিব সেনা সাংসদের ‘Unedited’ গুণ্ডামি, দেখুন ভিডিও ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ