Advertisement
Advertisement

Breaking News

Indian Economy

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ফের আর্থিক প্যাকেজের ভাবনা কেন্দ্রের

করোনা আবহে চাহিদা না বাড়ায় বেসামাল অর্থনীতির গাড়ি।

Govt working on another stimulus package, says Finance secretary
Published by: Monishankar Choudhury
  • Posted:November 2, 2020 9:19 am
  • Updated:November 2, 2020 3:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার মারে ঝিমিয়ে পড়েছে অর্থনীতি। জোগানের দিক কিছুটা সামলে উঠলেও, চাহিদা না বাড়ায় অর্থনীতির গাড়ি বেসামাল। তাই হাল ফেরাতে ফের আর্থিক প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। রবিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব অজয় ভূষণ। যদিও কবে সেই প্যাকেজ ঘোষণা করা হবে তা খোলসা করেননি তিনি।

[আরও পড়ুন: ইসলামিক কালচারাল সেন্টারের সাইনবোর্ড বিকৃত দিল্লিতে, হিন্দু সেনার বিরুদ্ধে দায়ের মামলা]

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থসচিব বলেন, “আমরা তৃণমূলস্তরে পরিস্থিতি খতিয়ে দেখছি। অর্থনীতি ও জনসংখ্যার কোন বিশেষ দিকে কেমন আর্থিক সমস্যা রয়েছে তা খতিয়ে দেখে সেইমতো মদত দেওয়া হবে। অর্থনীতির হাল ফেরাতে আমরা শিল্পপতি, বাণিজ্যিক সংস্থা ও বিভিন্ন মন্ত্রকের পরামর্শ নিচ্ছি। তারপর অর্থনীতির প্রয়োজন মতো আমরা পদক্ষেপ করব।” তবে সাক্ষাৎকারে অজয় ভূষণ আর্থিক প্যাকেজ ঘোষণার কোনও নির্দিষ্ট তারিখ বা সময়ের কথা উল্লেখ করেননি। পাশাপাশি, দেশকে আশ্বস্ত করে তিনি জানান, করোনা মহামারীর জেরে প্রথম দিকে ঝিমিয়ে পড়লেও ফের ঘু’রে দাঁড়াচ্ছে অর্থনীতি। এবং বিকাশ ও বৃদ্ধির দর ধরে রাখা সম্ভব হচ্ছে। এদিন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অর্থসচিব ভূষণ বলেন, “আর্থিক বৃদ্ধি বর্তমান হার আরও পাঁচ মাস ধরে রাখতে পারলে আমরা নেগেটিভ জোন থেকে প্রায় জিরো গ্রোথ জোনে মার্চ ২০২১ সালের মধ্যে পৌঁছে যাব। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (IMF) পূর্বাভাস বলছে, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনীতি প্রায় ১০.৩ শতাংশ সংকুচিত হবে। গত মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও জানিয়েছে ভারতের অর্থনীতি সংকুচিত হবে ৯.৫ শতাংশ।”

উল্লেখ্য, অর্থনীতির হাল ফেরার ইঙ্গিত দিয়ে দীর্ঘ আট মাস পর অক্টোবরে মাসিক জিএসটি সংগ্রহ ১ লক্ষ কোটির গণ্ডি পার করল। যা দেখে ওয়াকিবহাল মহলের আশা, মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি (Indian Economy)। রবিবার অর্থমন্ত্রকের (Finance Ministry) তরফে টুইট করে জিএসটি সংগ্রহ সংক্রান্ত তথ্য দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে জিএসটি সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫ হাজার ১৫৫ কোটি টাকা। ৩১ অক্টোবর পর্যন্ত ৮০ লক্ষ জিএসটি রিটার্ন দাখিল হয়েছে। কেন্দ্রের তরফে দেওয়া তথ্য থেকে দেখা গিয়েছে, গত বছরের তুলনায় এ বছর অক্টোবর মাসে জিএসটি সংগ্রহ বেড়েছে প্রায় ১০ শতাংশ। গত বছর অক্টোবর মাসে জিএসটি বাবদ আয় ছিল ৯৬ হাজার ৩৭৯ কোটি টাকা। এদিকে চলতি বছরের শুরু থেকেই করোনার প্রকোপে ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। লকডাউনের জেরে বন্ধ ছিল উৎপাদন-সহ বিভিন্ন আর্থিক কার্যকলাপ। ফলে জিএসটি সংগ্রহও কমেছিল। গত কয়েক মাসে পর্যায়ক্রমে আনলকের হাত ধরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশ। কেন্দ্রের তরফেও একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তার সুফল যে ভারতীয় অর্থনীতি পেয়েছে তা জিএসটি সংগ্রহের অঙ্কেই স্পষ্ট।

[আরও পড়ুন: ‘রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের ভুলবেন না’, বিরোধীদের তোপ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ