Advertisement
Advertisement

৬ কিলোমিটার রাস্তা হেঁটে তুষারাবৃত বিয়ের আসরে পৌঁছলেন হবু বর!

গাড়ি ছেড়ে কেন হেঁটে বিয়ে করতে গেলেন পাত্র?

Groom tracks treacherous road
Published by: Sayani Sen
  • Posted:January 28, 2019 2:51 pm
  • Updated:May 30, 2023 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল বেশ কয়েকমাস আগে৷ নিমন্ত্রিতদের তালিকাও ছিল যথেষ্ট লম্বা৷ কিন্তু বিয়ের দিন যতই এগিয়ে আসতে থাকে, ততই তুষারে ঢেকে যেতে শুরু করল চতুর্দিক৷ তা দেখে নিমন্ত্রিতরা অনেকেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন৷ কিন্তু বরযাত্রীরা ঘটালেন অবাক কাণ্ড৷ ৬ কিলোমিটার রাস্তা হেঁটে বিয়ের আসরে পৌঁছলেন তাঁরা৷

ত্রিইয়ুগিনারায়ণ গ্রাম থেকে প্রায় ৮০ জন বরযাত্রী রওনা দিয়েছিলেন মাকু মঠের উদ্দেশে৷ আচমকাই তুষারপাত শুরু হয়৷ আটকে পড়ে গাড়ি৷ কিন্তু সময়ের মধ্যে বিয়ের আসরে পৌঁছতে না পারলে অনুষ্ঠানই যে পণ্ড হয়ে যাবে! তাই বাধ্য হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে হেঁটে হবু স্ত্রীর বাড়ির উদ্দেশে রওনা দিলেন হবু বর৷ বরযাত্রীর দলে ছিলেন পাত্রের মামা, বোন-সহ মাত্র ২৫ জন৷ বরযাত্রীর দলে ছিল বেশ কয়েকজন খুদেও৷ পাত্রের পিছু পিছু গাড়ি থেকে নেমে বাধ্য হয়ে হাঁটতে শুরু করে তারাও৷ তাতে যদিও কিছুই আসে যায় না শিশুদের৷ বরং বরফের মাঝে হাঁটতে বেশ আনন্দই পায় তারা৷ দিব্যি খেলা করতে করতেই গন্তব্যে পৌঁছায় খুদেরা৷

Advertisement

[আর্থিক প্রতারণায় ‘প্রভাবশালী’ তত্ত্ব খারিজ, কে ডি সিংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]

পাত্রের দাদা আশিষ গায়রোলা বলেন, ‘‘২০০২ সালেও আমরা এমনই একটি বরযাত্রীর দল দেখেছিলাম৷ তাঁরাও বরফের মাঝখান দিয়ে হেঁটে হেঁটেই পৌঁছেছিলেন কনের বাড়িতে৷ নিজের ভাইয়ের বিয়েতে যে এই ঘটনা ঘটবে, তা ভাবিনি৷ তবে শুধু আমাদের নয়, স্থানীয়দের কাছেও এই বিয়ে স্মরণীয় হয়ে থাকবে৷’’ সমস্যা হয়েছে কিনা, সেই প্রশ্নও করা হয় পাত্রের দাদাকে৷ সেকথা যদিও হাসিমুখে উড়িয়ে দিয়েছেন তিনি৷ তাঁদের যে এতটুকুও সমস্যা হয়নি, তার সবচেয়ে বড় প্রমাণ বরযাত্রীর দলে থাকা শিশুরা৷ তিনি বলেন, ‘‘ছবি দেখলেই বুঝতে পারবেন, ছোটরা এভাবে যাওয়ার সিদ্ধান্তে কতটা খুশি হয়েছে৷’’

Advertisement

[বিচারপতি নেই, ফের পিছোল অযোধ্যা মামলার শুনানি]

বরের গাড়ি তুষারপাতে আটকে পড়েছে শুনে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ত্রিইয়ুগিনারায়ণ গ্রামের প্রধান বিজয় লাল৷ তিনি বলেন, ‘‘৬ কিলোমিটার রাস্তা হেঁটে আসার পরে বিয়ের আচার, অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ হয়েছে৷’’ এমন অভিনব বিয়ে অবাক করেছে রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ ঘিলদিলওয়ালকেও৷ তুষার সরিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ