Advertisement
Advertisement

Breaking News

Teesta Setalvad

সমাজকর্মী তিস্তা শেতলবাদকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ গুজরাট হাই কোর্টের

তাঁর জামিনের আবেদনও এদিন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

Gujarat High Court rejects Teesta Setalvad’s bail plea, orders her to surrender। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 1, 2023 2:25 pm
  • Updated:July 1, 2023 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজকর্মী তিস্তা শেতলবাদকে (Teesta Setalvad) দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দিল গুজরাট হাই কোর্ট (Gujarat High Court)। তাঁর জামিনের আবেদনও এদিন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। গত বছরের সেপ্টেম্বরে অভিযুক্ত সমাজকর্মীকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। যা এতদিন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করার ক্ষেত্রে রক্ষাকবচের কাজ করছিল।

উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ভুয়ো সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। টানা দু’মাস জেলে রাখা হয়েছিল সমাজকর্মী তিস্তা শেতলবাদকে। সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এরপরই গত বছরের সেপ্টেম্বরে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত। শনিবার শীতলের আইনজীবী গুজরাট হাই কোর্টকে অনুরোধ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল রাখার জন্য।

Advertisement

[আরও পড়ুন: ‘কোরান পোড়ানো বেআইনি নয়’, বিতর্কের আগুনে ঘৃতাহুতি ন্যাটো প্রধানের]

গত বছরের জুনে সুপ্রিম কোর্ট গুজরাট দাঙ্গা (Gujarat Riots) মামলায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুনরায় তদন্ত করার আরজি খারিজ করে দেয়। সেই সঙ্গে যারা ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে ‘উসকানি’ দিচ্ছিল তাদের ভর্ৎসনা করে শীর্ষ আদালত। তিস্তার স্বেচ্ছাসেবী সংস্থাটি ওই দাঙ্গায় আক্রান্তদের নিয়ে কাজ করে। এরপরই এপ্রসঙ্গে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ”আমি মন দিয়ে রায়ের কপি পড়েছি। সেখানে পরিষ্কার তিস্তা শেতলবাদের নাম উল্লেখ করা হয়েছে। উনি যে স্বেচ্ছাসেবী সংস্থাটি চালাতেন সেটি পুলিশকে ভুয়ো তথ্য সরবরাহ করেছিল।”

Advertisement

[আরও পড়ুন: দেওয়ালে হাঁ করা সিংহ দেখে ‘ভয়’! বস্তায় ঢাকল ফরওয়ার্ড ব্লক প্রতীকের মুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ