Advertisement
Advertisement

Breaking News

সীমান্তে গিয়ে সাহস দেখান, নিগ্রহকারী স্বামীকে কটাক্ষ আদালতের

বধূ নিগ্রহে অভিযুক্তকে এভাবেই কটাক্ষ করল গুজরাত আদালত৷

Gujarat High Court Tells Wife-Beating Husband To Go to  Border To Show Bravery
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2016 10:35 am
  • Updated:September 25, 2016 10:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহস যদি দেখাতে হয় তবে মহিলাদের উপর কেন, বরং সীমান্তে গিয়ে সাহস দেখান৷ বধূ নিগ্রহে অভিযুক্তকে এভাবেই কটাক্ষ করল গুজরাত আদালত৷

পেশায় গাড়ি চালক বনরাজসিং রানা৷ তার বিরুদ্ধে বধূ নিগ্রহের অভিযোগ ওঠে৷ স্ত্রীকে শারীরিকভাবে নিগ্রহের পাশপাশি তরবারী নিয়েও সে ভয় দেখাত বলে জানা যায়৷ শুক্রবার ওই চালক আদালতে হাজির হলে তীব্র কটাক্ষ করে আদালত জানায়, দেশের এই মুহূর্তে সীমান্তে অনেক সাহসী লোকের প্রয়োজন৷ কাশ্মীরে কীরকম উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা তো জানাই৷ তাই তরবারী হাতে সাহস দেখাতে হলে, স্ত্রীর উপর নয়, বরং সীমান্তে যাওয়া উচিত৷

Advertisement

দীর্ঘদিন ধরেই স্ত্রীর বিরুদ্ধে শারীরিক নিগ্রহ চালাত৷ তবে কিছুদিন আগে এই মর্মে তার বিরুদ্ধে এইআইআর দায়ের করেন তার স্ত্রী৷ এর মধ্যে আবার পরিবারের অন্যদের ও কিছু নেতার হস্তক্ষেপে তাদের বিবাদ মিটেও যায়৷ শুক্রবার তাই আদালতে হাজির হয়ে মামলা খারিজের আবেদন জানিয়েছিল সে৷ তখনই আদালত তার আচরণের কড়া ভাষায় সমালোচনা করে৷ অবশ্য আদালতের সামনে স্ত্রীর নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেয় ওই চালাক৷ জানায়, অতীতে যা হয়েছে ভবিষ্যতে আর কোনওদিন তা হবে না৷ যদিও আদালত সমাজকল্যাণ দফতরের এক অফিসারকে পরিবারের প্রতি নজর রাখার নির্দেশ দিয়েছে৷ বধূ সত্যিই নিরাপদে আছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হতেই আদালতের এই ফরমান৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ