Advertisement
Advertisement
Gujrat HC

মোদিকে অপছন্দ হতেই পারে, কিন্তু তাঁকে নিয়ে কুকথা বলা উচিত নয়: গুজরাট হাই কোর্ট

জামিন খারিজ হয়েছে মোদির বিরুদ্ধে 'অপত্তিকর' মন্তব্য করে গ্রেপ্তার অভিযুক্তের।

Gujrat HC Comment, One may dislike PM Modi but cant't make derogatory remarks against him | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 11, 2023 1:34 pm
  • Updated:June 11, 2023 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কারও পছন্দ বা অপছন্দ হতে পারে। তাই বলে প্রধানমন্ত্রী এবং তাঁর মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিপ্রেত নয়। একটি মামলায় এই মন্তব্য করল গুজরাট হাই কোর্ট (Gujarat High Court)। ফেসবুকে পোস্টে মোদি এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আফজল লাখানি নামের এক ব্যক্তি। গুজরাট হাই কোর্টে জামিনের আবেদন করেন তিনি। তা খারিজ করে আদালতের মন্তব্য, ভবিষ্যতে ওই ব্যক্তি একই ধরনের কাজ করবেন না, তার নিশ্চয়তা নেই। যা সামাজিক সৌভ্রাতৃত্বের জন্য বিপজ্জনক। 

গত বছরের ডিসেম্বর মাসে মোদি এবং প্রয়াত হিরাবেনকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ ওঠে আফজলের বিরুদ্ধে। এরপর জামনগরের সিক্কা থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে ঘৃণাভাষণ, মানহানি, ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক ধারায় মামলা করা হয়। জামিনের আর্জি জানিয়ে গুজরাট হাই কোর্টে মামলা করেন আফজল। সেই আবেদন খারিজ করে বিচারপিত নিরজার দেশাই মন্তব্য করেন, “কাউকে কারও পছন্দ বা অপছন্দ হতেই পারে। এর মানে এই নয় যে, ওই ব্যক্তিকে নিয়ে আপত্তিজনক এবং খারাপ কথা বলা যাবে।”

Advertisement

[আরও পড়ুন: মানুষের মতোই আবেগ, অনুভূতি আছে পশুদেরও, মন্তব্য বম্বে হাই কোর্টের]

বিচারপতির আশঙ্কা, অভিযুক্তের পোস্টের কারণে সমাজে অশান্তি ছড়াতে পারে। যে প্রমাণ মিলেছে তাতে দেখা গিয়েছে, আফজল অশ্লীল এবং কুৎসিত ছবি পোস্ট করেন এবং তাঁর ওই পোস্টগুলিতে ভারত বিরোধী এবং পাকিস্তান সমর্থনের ছাপ রয়েছে। গুজরাট হাই কোর্টের আশঙ্কা, অভিযুক্ত জামিনে মুক্ত হলে ফের একই কাজ করতে পারেন। যা সামাজিক সৌভ্রাতৃত্বের ক্ষতি করতে পারে। বিচারপতি আরও জানান, যদি দোষী সাব্যস্ত হন অভিযুক্ত, তবে সর্বোচ পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হতে পারে। অতএব, জামিনের প্রশ্নই উঠছে না।

[আরও পড়ুন: বেঁধে দেওয়া হল ২৩টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম, কবে থেকে স্বস্তি পাবেন গ্রাহকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement