Advertisement
Advertisement

Breaking News

বিশ্বের বৃহত্তম ক্যামেরা মিউজিয়াম গুরগাঁওতে

গুরগাঁওতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্যামেরা মিউজিয়াম৷

Gurgaon-to-get-worlds-largest-camera-museum-August-launch-on-cards
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2016 9:35 pm
  • Updated:February 28, 2019 6:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ছবি হাজার কথা বলে ওঠে৷ একটা মুহূর্ত চিরকালীন হয়ে থেকে যায় ছবির মধ্যেই৷ আর এসব সম্ভব হয় ক্যামেররা জন্যই৷ এ দেশে বহু গুণী ফটোগ্রাফার জন্ম নিয়েছেন৷ ক্যামেরা তাঁদের হাতে কথা বলেছে৷ ধরা পড়েছে অসমান্য সব মুহূর্ত৷ তবে কালের চিরচঞ্চল গতিতে তার কিছু সংরক্ষণ হয়েছে, কিছু হয়নি৷ তাঁদের যন্ত্রটিরও তেমন সংরক্ষণ হয়নি৷ এবার সেই সমস্ত শিল্পীদের শ্রদ্ধা জানাতেই গুরগাঁওতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্যামেরা মিউজিয়াম৷aditya-arya-camera-musuem-2

একজন সেতারশিল্পীর কাছে সেতার যন্ত্রটির যে কদর, একই অনুরাগ ক্যামেরার প্রতি থাকে একজন ক্যামেরাম্যানের৷ তাই এই যন্ত্রটির সংরক্ষণ অতি আবশ্যক৷ শুধু চিত্রশিল্পীদের আবেগের কথা ভেবেই নয়, ক্যামেরার ইতিহাস, যন্ত্রের বিবর্তনের ইতিবৃত্তটিও এতে ধরা থাকবে৷ গুরগাঁও পৌরসভার সহযোগিতায় এই মিউজিয়াম গড়ে উঠছে যার উদ্যোগে তিনি আদিত্য আর্য৷ ছবিপাগল এবং ক্যামেরাপাগল আদিত্য নিজেও ছিলেন ক্যামেরা সংগ্রাহক৷ নানা সময়ের এবং নানা মডেলের প্রায় ৬০০ থেকে ৭০০টি ক্যামেরা আছে তাঁর সংগ্রহে৷  নিজের বাড়িতে সেগুলো রেখে দেওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছিল৷ তাই সেগুলি নিয়ে একটি সংগ্রহশালা গড়ে তোলার কথা ভাবেন৷ সেই আগ্রহে সামিল হয় গুরগাঁও পৌরসভাও৷ সব মিলিয়ে গড়ে উঠছে বিশ্বের বৃহত্তম এই ক্যামেরা মিউজিয়াম৷

Advertisement

শুধু ক্যামেরা হাতে নেওয়া আর ছবি তুলতে নেমে পড়া নয়, ক্যামেরা জগতের বিবতর্নকে বুঝলেই যে ইতিহাসের ছবিটিকে ছোঁয়া যায়, সে কথাই মনে করিয়ে দেন আদিত্য৷ আর তাই আগ্রহী দর্শক বিশেষত তরুণ প্রজন্মের সঙ্গে ইন্টারেকটিভ সেশন করারও ইচ্ছে আছে তাঁর৷ তরুণদের জন্যই তাঁর সংগ্রহের ভাণ্ডার খুলে দিতে চান তিনি৷ আগামী ১৯ আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস৷ সেদিন থেকেই এই মিউজিয়াম চালু হওয়ার কথা৷ আদিত্যর ইচ্ছে, এই মিউজিয়াম যেন সারা দুনিয়ার ক্যামেরাপ্রেমীদের গন্তব্য হয়ে ওঠে৷

Advertisement

aditya-arya-camera-musuem-8

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ