Advertisement
Advertisement

Breaking News

রঙের উৎসব হোলিতে মাতল বৃন্দাবনের বিধবারা, ভিডিও ভাইরাল

সাদা কালোর ধূসর জীবনে মর্মে রাঙা রং। ভিডিওয় দেখুন।

Happy Holi 2018: Vrindavan widows celebrate festival of colours
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2018 3:16 pm
  • Updated:September 16, 2019 12:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রঙের উৎসব হোলিতে মাতল বৃন্দাবনের বিধবারা। গত বছর থেকেই কৃষ্ণের ব্রজধামে বৈধব্য রাঙছে আবিরে। এবারেও তার ব্যতিক্রম হল না। কখনও একবেলা খেয়ে থাকা। কখনও একাদশীর উপবাস, ফলমূলের স্বাদ নিয়েই বৈধব্যের দিনলিপি। সেখানেই পড়েছে রঙের ছোঁয়া। আবিরে বর্ণময় সাদা কাপড়। সকাল থেকেই শুরু হয়েছে আবির খেলা। ইতিমধ্যেই বৃন্দাবনের গোপীনাথ মন্দিরের চাতালে বিধবাদের হোলি খেলার ভিডিও ভাইরাল হয়েছে।51499260

[হোলি উপলক্ষে ভিড় সামলাতে ৫০০টি বিশেষ ট্রেন, সুবিধা বাংলারও]

ভিডিওতে দেখা যাচ্ছে, গোপীনাথ মন্দিরে হোলি খেলায় মেতেছে বিধবারা। একে অপরের দিকে মুঠো মুঠো রং ছুড়ে দিচ্ছেন। সাদা কালোর ধূসর জীবন মুহূর্তেই হয়ে উঠছে রঙিন। জল ভরা বেলুন ছুড়ে দিচ্ছেন সঙ্গীদের দিকে। কারও মুঠো ভর্তি লাল আবির। কেউ বা বাসন্তী আবিরের থালা নিয়েই এগিয়ে আসছেন অপাপবিদ্ধ হাসিতে ভরপুর বলিরেখায় মোড়া মুখগুলি। সাদা কাপড়ের এত মানুষের মুঠোভর্তি আবির যেন মর্মেই লেগেছে। গোটা মন্দির চত্বর বর্ণিল হয়ে উঠেছে। সাদা শাড়িকে আর আলাদা করে চেনা যাচ্ছে না। রামধনুর মিশেলে যেন রঙের মেলা লেগেছে। বলিরেখা ঢেকেছে রঙে। কেউ বা আনন্দের আতিশয্যে ক্লান্ত হয়ে বসে পড়েছেন। বিন্দু বিন্দু রঙের সিন্ধুতে বৃন্দাবনে যেন ফাগুন লেগেছে। হাসি ফুটেছে বিধবাদের মুখেও।

Advertisement

Holi-at-Nandgaon-and-Vrindavan

Advertisement

মন্দকে ঢেকে দিয়ে ভালোর জয়গানই হল রঙের উৎসব হোলি। মূলত, ফসল ভাল হলে ভগবানকে কৃতজ্ঞতা জানাতেই রঙের উৎসবে মাতে মানুষ। একে অপরকে আবিরে রাঙিয়ে শুরু হয় উদযাপন। মজা করে জলের বেলুন ছুড়েও উৎসবের সূচনা করা যায়। বড়দের পায়ে আবির দিয়েও দোলের উৎসবে মাতে বাঙালি। সঙ্গে চলে মিষ্টিমুখের পালা।vrindavan-widows-reuters

[পিএনবি কাণ্ডের জের, ৫০ কোটির বেশি অনদায়ী ঋণে এবার সিবিআই তদন্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ