Advertisement
Advertisement

Breaking News

নাম না করেই অমর্ত্য সেনের সমালোচনার জবাব মোদির

জানালেন, হাভার্ডের থেকেও কঠোর শ্রম অনেক বেশি শক্তিশালী৷

Hard work is powerful than Harvard, PM Modi takes a dig on Amartya Sen
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 12:21 pm
  • Updated:March 1, 2017 12:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ এবার নাম না করেই সেই সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানালেন, হাভার্ডের থেকেও কঠোর শ্রম অনেক বেশি শক্তিশালী৷

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

ভারতের মতো দেশে নোট বাতিলের সিদ্ধান্তের কোনও যৌক্তিকতা খুঁজে পাননি অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ জানিয়েছিলেন, এ শুধু ভুল সিদ্ধান্ত নয়, কতবড় ভুল সিদ্ধান্ত তা নিয়ে আলোচনা হতে পারে৷ যাঁরা নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, তাঁদের বড় হাতিয়ার ছিল অর্থনীতিবিদের এ বক্তব্য৷ এবার এ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী৷ অবশ্য কোনওভাবেই অমর্ত্য সেনের নাম নেননি তিনি৷ তবে তাঁর কথায় ইঙ্গিত ছিল স্পষ্ট৷ এদিন উত্তরপ্রদেশের সভা থেকে তিনি জানিয়ে দেন হাভার্ডের থেকে কঠোর শ্রমের শক্তি অনেক বেশি৷ সাম্প্রতিক জিডিপিও সেদিকে ইঙ্গিত করছে বলে দাবি প্রধানমন্ত্রীর৷

Advertisement

কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই

নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময় নানা বিরূপ সমালোচনার শিকার হয়েছেন প্রধানমন্ত্রী৷ তবে কোনও ক্ষেত্রেই তাড়াহুড়ো করে তিনি জবাব দেননি৷ রাজনৈতিক দলগুলির পাশাপাশি অমর্ত্য সেন, মনমোহন সিংয়ের মতো অর্থনীতিবিদেরও কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে৷ জিডিপি বৃদ্ধির সাম্প্রতিক হারের তথ্য হাতে আসার পরই এ নিয়ে মুখ খুললেন মোদি৷ বললেন, একদিকে কিছু মানুষ আছেন যাঁরা হাভার্ডে কে কী বললেন, তা নিয়ে আলোচনা করেন৷ অন্যদিকে আছেন দরিদ্র কৃষক পরিবারের সন্তান, যিনি জানেন তাঁর কঠোর শ্রমই দেশের অর্থনীতিকে উন্নত করবে৷ কঠোর শ্রম যে হাভার্ডের থেকে শক্তিশালী এমনটাই মত তাঁর৷

Advertisement

গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর

অমর্ত্য সেনের মতের বিরোধিতা এর আগেও অনেকে করেছেন৷ তাঁদের মধ্যে কেন্দ্রীয় শাসকদলের সাংসদ-বিধায়করাও আছেন৷ তবে প্রতিটি বিরুদ্ধমতকেই স্বাগত জানিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ যদিও মোদির এই মন্তব্য সম্পর্কে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ