Advertisement
Advertisement

পতিদার আন্দোলনে হিংসার জেরে দু’বছরের কারাদণ্ড হার্দিকের

৫০ হাজার টাকা জরিমানার নির্দেশও দিয়েছে আদালত৷

Hardik Patel jailed for 2 years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2018 1:47 pm
  • Updated:July 25, 2018 1:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গোটা দেশের আলো পেয়েছিলেন তরুণ হার্দিক৷ প্যাটেল সম্প্রদায়ের দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলন চালিয়ে অবশেষে জেলের ঘানি টানতে চলেছেন হার্দিক প্যাটেল৷ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পতিদার বা প্যাটেল সম্প্রদায়ের সংরক্ষণের ‘হিংসাত্মক’ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য হার্দিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়৷ অভিযোগ, ২০১৫ সালে পতিদার আন্দোলনের ‘উপকেন্দ্র’ উত্তর গুজরাটের মেহসানা জেলার ভিসানগর সিটিতে বিজেপির অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে আজ, বুধবার হার্দিককে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় গুজরাটের বিষ্ণুনগর আদালত৷ দু’বছরের জেলের পাশাপাশি, ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত৷

[সংরক্ষণের দাবিতে আন্দোলন মারাঠাদের, অচল মুম্বই]

এর আগে এই মামলায় অভিযুক্ত সবাইকে আদালতের কার্যক্রমে উপস্থিত থাকার শর্তে জামিন মঞ্জুর করে৷ অভিযোগ, অন্য অভিযুক্তরা সেই নির্দেশ মেনে চললেও হার্দিক প্যাটেল আদালতে উপস্থিত না হওয়ায় গুজরাট হাই কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ তাঁর আইনজীবী বারংবার আদালতের কাছে মক্কেলের শারীরিক উপস্থিতি থেকে ছাড় দেওয়ার আবেদন জানায়৷ কিন্তু, আবেদনে আরজি খারিজ করে পুলিশকে হার্দিককে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত৷ আদালত সূত্রে খবর, এদিন শুনানিতে হার্দিক-সহ বাকি অভিযুক্তদেরও দু’বছরের জেল ও অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে৷ ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ৪২৭ ও ৪৩৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷

Advertisement

[কাশ্মীরে তীব্র জঙ্গিদমন অভিযান, নিকেশ দুই জেহাদি]

মামলার গেরোয় হার্দিককে কারাবাস হলেও প্যাটেলদের নিজেদের দাবি আদায়ের লড়াই থেকে এক পাও পিছু হটবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ আগামী লোকসভা নির্বাচনের আগে প্যাটেল আন্দোলনের নেতাকে জেলে পাঠানোর মাশুল কেন্দ্রকে দিতে হবে বলেও আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে৷

Advertisement

[বাঁচতে চাইলে গরুর ব্যবসা বন্ধ করুন, মুসলিমদের বার্তা আজম খানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ