Advertisement
Advertisement

Breaking News

‘আম্মা’কে ঘিরে বাড়ছে রহস্য, হাসপাতালের বাইরে মোতায়েন আধাসেনা 

চেন্নাইয়ে হাই অ্যালার্ট৷

Heavy police deployment outside Apollo Chennai, CRPF on high alert after TN CM Jayalalithaa suffered cardiac arrest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 9:48 am
  • Updated:December 5, 2016 10:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন আছেন জয়ললিতা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বাইরে উপস্থিত হাজার হাজার ‘আম্মা’ অনুরাগীর মুখে মুখে৷ হাসপাতাল চত্বর ঘিরে রেখেছে পুলিশ, মোতায়েন রয়েছে আধাসেনা৷ বিশেষ অনুমতি ছাড়া কাউকেই আম্মা’র কাছে যেতে দেওয়া হচ্ছে না৷ হাসপাতালে উপস্থিত রয়েছেন তামিলনাড়ুর সব মন্ত্রী৷ অন্যদিকে, আম্মা’র শারীরিক অবস্থা অবনতির খবর চাউর হতেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে অশান্তির খবর আসছে৷ কর্নাটক থেকে তামিলনাড়ু আরটিসি বাস পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে৷ বাস লক্ষ্য করে উত্তেজিত জনতা পাথর ছুঁড়েছে বলে অভিযোগ৷

যদিও ভক্তদের আশা, এবারও সমস্ত বাধা-বিপত্তিকে হেলায় হারিয়ে স্বমহিমায় ফের অনুরাগীদের সামনে উপস্থিত হবেন ‘আম্মা’৷ এআইডিএমকে সূত্রেও অনুরাগীদের জানানো হচ্ছে, আম্মা’র অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল৷ এখনই ভেঙে পড়ার কোনও কারণ নেই৷ পাশাপাশি, কাউকে কোনওরকম গুজব না ছড়াতে অনুরোধ জানানো হয়েছে দলীয় সূত্রে৷

রবিবার বিকেল পাঁচটা নাগাদ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ‘আম্মা’৷ তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ হাসপাতাল সূত্রে খবর, ‘এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন হার্ট অ্যাসিস্ট ডিভাইস’-এর মাধ্যমে ৬৮ বছরের জয়ললিতার হৃদযন্ত্রের স্পন্দন কৃত্রিমভাবে চালু রাখা হয়েছে৷ খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান এআইএডিএমকে নেতা ও রাজ্যের মন্ত্রীরা৷ চরম উদ্বেগ নিয়ে হাসপাতালে ভিড় করেন হাজার হাজার দলীয় সমর্থক৷ খবর পেয়ে তড়িঘড়ি মুম্বই থেকে ফেরার বিমান ধরেন তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাও৷ আম্মার শারীরিক অবস্হা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন রাজ্যবাসী৷

গোটা চেন্নাইজুড়ে তাই এখন চাপা উত্তেজনা ও অদ্ভুত নীরবতা৷ এই অবস্থায় আবেগজনিত বিস্ফোরণের জেরে রাজ্যে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য সিআরপিএফের ডিজি দুর্গাপ্রসাদকে এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ডিজি ও পি সিংকে চেন্নাইয়ের পরিস্থিতির উপর কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে চেন্নাই-সহ তামিলনাড়ুর সব শহরে সিআরপিএফ বা সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে৷ জয়ললিতার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, চন্দ্রবাবু নায়ডু, রাজনাথ সিং, রজনীকান্ত প্রমুখ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ