Advertisement
Advertisement

অন্ধ্রপ্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৮

সরকারের পক্ষ থেকে গুন্টুরে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

Heavy rainfall leads to flood in Andhra Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 1:09 pm
  • Updated:April 19, 2022 3:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’দিন ধরে অবিরাম বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশের পরিস্থিতির অবনতি হয়েছে৷ আবহাওয়া দফতর থেকে যদিও আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল আগামী বেশ কয়েকদিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে৷ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুন্টুর জেলা৷ আপাতত জানা গিয়েছে, গুন্টুরে মৃতের সংখ্যা ৮৷

দু’দিনের বৃষ্টিতে হায়দরাবাদ শহরেও বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে৷ সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা দেওয়া হয়েছিল বিভিন্ন স্কুল ও অফিসগুলিতে৷ যানচলাচলেও বিঘ্ন ঘটে৷ এমন অবস্থায় ফের বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে যায়৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুন্টুরের বন্যা পরিস্থিতির সঙ্গে যুঝতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement

guntur1_web

Advertisement

ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামে উদ্ধারকাজ শুরু হয় গিয়েছে৷ নিরাপদ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৫০০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে৷ কিন্তু বৃষ্টির ফলে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে বলেও জানা গিয়েছে৷

যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত৷ লাইনে জল দাঁড়িয়ে যাওয়ায় গত ৩০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয় গুন্টুর-সেকেন্দরাবাদ লাইনে৷ সরকারের পক্ষ থেকে দ্রুত লাইন মেরামতির কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷ কিন্তু এমন বৃষ্টি চলতে থাকলে ফের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই ‘হাই অ্যালার্ট’ জারি হয়েছে গোটা রাজ্যে৷

সরকারের পক্ষ থেকে গুন্টুরে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

guntur2_web

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ