Advertisement
Advertisement

Breaking News

ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ের কবলে আইআইটি পড়ুয়ারা, নিখোঁজ ৩৫

দুর্গতদের উদ্ধারে নেমেছে সেনা৷

Heavy rains cause floods, landslides in north India
Published by: Sayani Sen
  • Posted:September 25, 2018 9:57 am
  • Updated:September 25, 2018 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত গোটা উত্তর ভারত৷ হড়পা বান, ভূমিধসের জেরে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জন৷ তার মধ্যে হিমাচলপ্রদেশে মারা গিয়েছেন ৮ জন৷ জম্মু-কাশ্মীরে ৭ জন, পাঞ্জাবে ৬ জনের প্রাণ কেড়েছে প্রাকৃতিক বিপর্যয়৷ হরিয়ানাতে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে৷

[প্রধানমন্ত্রী চোরেদের সর্দার! ‘প্রমাণ’ দিয়ে বিস্ফোরক টুইট রাহুলের]

মান্ডি আইআইটির ৪৫ জন ছাত্রছাত্রী লাহুল-স্পিতিতে ট্রেকিংয়ে যান৷ প্রবল তুষারপাতের জেরে নিখোঁজ হয়ে যান ৩৫ জন৷ কিছুক্ষণ পর যদিও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানান, আইআইটি পড়ুয়ারা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন৷  

Advertisement

কোকসার ক্যাম্প লাগোয়া এলাকাতেও অন্য একটি দলের আটজন নিখোঁজ হয়ে যান৷ তাঁরা যদিও নিরাপদে রয়েছেন৷ চাম্বা, কুলু, কাংরা, হামিপুর জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন৷

[মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, আটকে বহু পর্যটক]

প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হিমাচল প্রদেশে৷ ভূমিধসের জেরে মান্ডি শহরের চণ্ডীগড়-মানালি এবং পাঠানকোট-চাম্বা জাতীয় সড়কে যানচলাচল বন্ধ রয়েছে৷ রবিবার রাতে হড়পা বানে মানালির কাছে বিয়াস নদীতে তলিয়ে যায় একটি গাড়ি৷ ওই গাড়িটিতে সেই সময় তিনজন যাত্রী ছিলেন৷ তাঁদের কারও খোঁজ পাওয়া যায়নি৷ মণিকরন উপত্যকায় ফুঁসছে পার্বতী নদী৷ দু’জন ওই নদীতেও তলিয়ে গিয়েছেন৷ এই ঘটনায় মারা গিয়েছে একটি শিশুও৷ কাংরা জেলার অবস্থাও একইরকম৷ পালামপুরের কাছে নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন একজন৷ উনাতে প্রবল বৃষ্টির জেরে কাঁচা বাড়ি চাপা পড়ে একজনের প্রাণহানি হয়েছে৷ বিপদসীমার উপর দিয়ে বইছে বিয়াস নদী৷ বেশীরভাগ এলাকাতেই জলের নিচে চলে গিয়েছে বহু বাড়ি৷ ঘরছাড়া একাধিক৷ দুর্গতদের উদ্ধারকাজ চলছে৷ স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধারে নেমেছে সেনা৷ চপারের সাহায্যে দুর্গতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷

[৫ বছরে নজিরবিহীন দুর্যোগ, লাদাখে আটকে বহু বাঙালি পর্যটক ও অভিযাত্রী]

গত দু’দিন ধরে অনবরত বৃষ্টি চলছে পাঞ্জাবে৷ অমৃতসর, কাপুরথালা ও জলন্ধর মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে৷ প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছে মাত্র আট মাসের এক শিশুও৷ সদ্য সন্তানহারা ওই পরিবারকে ৫০ হাজার টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ গোটা রাজ্যেই জারি রয়েছে লাল সতর্কতা৷ যুদ্ধকালীন তৎপরতায় দুর্গতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে৷ প্রবল বৃষ্টিতে বাড়ি ধসে জম্মু-কাশ্মীরের ডোডায় পাঁচজনের মৃত্যু হয়েছে৷ কাঠুয়ায় মারা গিয়েছেন আরও দুজন৷ এছাড়াও নদীতে তলিয়ে গিয়ে প্রাণহানির সংখ্যা ক্রমশই বাড়ছে৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement