Advertisement
Advertisement

প্রবল বর্ষণে বানভাসী বিহার, জারি লাল সতর্কতা

এখনও পর্যন্ত বিহার ও উত্তরপ্রদেশে প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছে।

Heavy rains in Bihar, red alert has been issued in 15 districts
Published by: Bishakha Pal
  • Posted:September 29, 2019 2:48 pm
  • Updated:September 29, 2019 2:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টিতে বিহারে প্রাণ হারালেন ১৪ জন। পাটনার কাছে খাগাউল স্টেশনের কাছে একটি অটোর উপর গাছ ভেঙে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। বারারির হনুমান ঘাটের কাছে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। ভাগলপুরেও দু’টি আলাদা জায়গায় দেওয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এখান থেকে মোট ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া খঞ্জরপুরেও ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। রাজ্যের ১৫টি জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট।

শুক্রবার থেকে একটানা বৃষ্টি হচ্ছে বিহারে। ফলে ব্যহত হয়েছে স্বাভাবিক জীবন। মধুবনি, মুজফ্ফরপুর, বৈশালি, ভাগলপুর-সহ ১৫টি জেলার অবস্থা বেশ খারাপ। প্রবল বৃষ্টির জেরে একাধিক ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস, হাতিয়া-পাটনা এক্সপ্রেস, টাটা-দানাপুর এক্সপ্রেস, কলকাতা-ঝাঁসি এক্সপ্রস, হাওড়া-শ্রীগঙ্গানগর তুফান এক্সপ্রেসের মতো ট্রেন। আবহাওয়া দপ্তরের মতে, বৃষ্টি আরও বাড়বে। ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে হাওয়া অফিস।

Advertisement

[ আরও পড়ুন: গৌতম গম্ভীরের নামে প্রতারণার অভিযোগ, চার্জশিট দাখিল পুলিশের ]

পাটনার সবচেয়ে বড় হাসপাতাল নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভেসে গিয়েছে। রাজ্যের অন্য হাসপাতালের অবস্থাও তথৈবচ। সেখানকার একাধিক ঘর ভেসে গিয়েছে। রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ৩২টি নৌকা উদ্ধারকাজের জন্য ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমেই বন্যার্তদের অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা। ভারী বর্ষণের কারণে সড়কপথে যানজটের সৃষ্টি হয়েছে। বিহারের পরিস্থিতি ক্রমশ ভয়ানক আকার নিচ্ছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বন্যা পরিস্থিতির মোকাবিলায় একটি বৈঠক করেছেন। বিভিন্ন স্কুলের সঙ্গে আলোচনা চলছে। মঙ্গলবার পর্যন্ত বিহারের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

বিহার ছাড়াও হিমাচল প্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে রয়েছে বৃষ্টির সতর্কতা। বিহারের মতো উত্তরপ্রদেশেও একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বলিউডের অনেকেই এনিয়ে দুঃখপ্রকাশ করেছেন।

[ আরও পড়ুন: আধার না থাকলে খেলা যাবে না গরবা ও ডান্ডিয়া, হুঁশিয়ারি বজরঙ্গ দলের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ