১০ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

রাজৌরি সীমান্তে শেল বর্ষণ পাকিস্তানের, পাল্টা ভারতের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: October 4, 2016 2:44 pm|    Updated: October 4, 2016 2:48 pm

Heavy Shelling Across LoC in Rajouri

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে শান্তির বার্তা, কাজে সীমান্ত লঙ্ঘন করে গোলা-গুলি৷ পাকিস্তান আছে পাকিস্তানেই৷ মঙ্গলবার ফের জম্মুর রাজৌরি জেলায় মর্টার শেল দিয়ে আক্রমণ করে পাক সেনা৷ শেলের আঘাতে পাঁচ কাশ্মীরি নাগরিক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে৷

সেনা সূত্রের খবর, এদিন সকালে সীমান্তের কাছে কালসিয়ান (নওশেরা) এলাকায় ভারতীয় সেনার শিবির লক্ষ্য করে ১২০ এমএম ও ৮২ এমএম-এর মর্টার শেলের আঘাত হানে পাক সেনা৷ ভারতীয় জওয়ানরাও প্রত্যুত্তর দেন৷ বেশ কিছুক্ষণ দুই পক্ষের গুলি বিনিময় হয়৷ ভারতীয় জওয়ানদের দাপটে পিছু হটতে হয় প্রতিবেশী দেশের সেনাকে৷ তবে ঘটনায় কাশ্মীরে পাঁচ জন বাসিন্দা আহত হন৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন করা কোনও নতুন ঘটনা নয়৷ তবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে তা আরও বেড়ে গিয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ৷ পুরো ঘটনার বিবরণ উপরমহলে জানানো হবে বলে জানা গিয়েছে সেনা সূত্রে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে