সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশ (HimechalPradesh) বাড়িয়ে দেওয়া হল লকডাউনের মেয়াদ। ৩১ মে থেকে বাড়িয়ে করা হল ৩০ জুন পর্যন্ত। করোনা ভাইরাসের জেরে দেশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই চাপের মুখে পড়ে লকডাউনের আয়ুকাল বৃদ্ধির সিদ্ধান্ত নিল এই পাহাড়ি রাজ্য।
লকডাউনের চতুর্থ পর্ব শেষের আগেই অশনি সংকেত দেখল উত্তরের এই পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। দেশের বাকি রাজ্যগুলিতে লকডাউনের নিয়ম শিথিত করার সময়ই কড়া হাতে হাল ধরতে চায় পাহাড়ি রাজ্য। দেশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বৃদ্ধির সঙ্গেই পাহাড়ি রাজ্যেও বাড়ছে সংক্রমণের মাত্রা। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২১৪। তাদের মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রাণ হারিয়েছেন ৫ জন। তাই রাজ্যবাসীর প্রাণের ঝুঁকি না নিয়ে এদিন বিজেপি শাসিত রাজ্য সরকার জয় রাম ঠাকুর (Jai Ram Thakur) ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করলেন লকডাউনের মেয়াদ।
[আরও পড়ুন:চাপের মুখে ‘না’, সংক্রমণের আশঙ্কায় গাজিয়াবাদ সীমান্ত বন্ধের সিদ্ধান্ত যোগীর]
অন্যদিকে প্রতিদিনই সংক্রমণের নয়া রেকর্ড বানাচ্ছে ভারত। দেশের সাতটি রাজ্যের মধ্যে ১১টি পুরসভাকে আগামি দুই মাস সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদান।সেই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, কলকাতা, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। সোমবার সকালে দেওয়া স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। দেশজুড়ে মোট আক্রান্তের বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন। করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের প্রথম দশে স্থান ভারতের। গত ২৪ ঘণ্টায় মোট ১৫৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০২১ জন। তবে সুস্থতার সংখ্যা আশঙ্কা কমাচ্ছে অনেকটাই। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭২০ জন।