Advertisement
Advertisement
FRCA

কংগ্রেস নেতার মেয়ের NGOতে বন্ধ বিদেশি অনুদানের লাইসেন্স, তোপ বিরোধীদের

স্বাধীন চিন্তার মাশুল দিচ্ছে সংস্থা, অভিযোগ জয়রাম রমেশের।

Home ministry cancels FRCA license of CPR, organisation of Congress leader's daughter | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 1, 2023 7:43 pm
  • Updated:March 1, 2023 7:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবিসির পর কেন্দ্রের নজরে আরেক স্বায়ত্তশাসিত সংস্থা। এবার সেন্টার ফর পলিসি রিসার্চের বিদেশি অনুদানের লাইসেন্স বাতিল করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Minisrty)। জানা গিয়েছে, এই লাইসেন্সের নিয়মভঙ্গ করেছে সিপিআর। গবেষণামূলক এই সংস্থার দিল্লি শাখার প্রধান যামিনী আইয়ার। কংগ্রেস নেতা মণি শংকর আইয়ারের কন্যা তিনি। স্বাধীনভাবে কাজ করা গবেষণা সংস্থার অনুদানের লাইসেন্স কেন বাতিল হল, তা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস (Congress)।

স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র মারফত জানা গিয়েছে, বিদেশি অনুদান সংক্রান্ত নিয়ম মানেনি সিপিআর। গত বছর সেপ্টেম্বর মাসেই সংস্থার একাধিক দপ্তরে তল্লাশি চালায় আয়কর দপ্তর। সেই সময় হিসাব বহির্ভূত অনুদানের সন্ধান পাওয়া যায়। অক্সফ্যামের দিল্লি দপ্তরেও হানা দেয় আয়কর দপ্তর। 

Advertisement

[আরও পড়ুন: নয়া চাল! নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই রাজনীতি থেকে সন্ন্যাস ঘোষণা বিভাসের]

ফোর্ড ফাউণ্ডেশন-সহ একাধিক বিদেশি সংস্থা থেকে অনুদান নিয়েছে সিপিআর। আবার এই সংস্থাই অনুদান দিয়েছে সমাজকর্মী তিস্তা শেতলবাদের এনজিওকেও। স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ, লাইসেন্সের অপব্যবহার করেই বিদেশি অনুদান নিয়েছে তারা। তাছাড়াও ২০১৬ সালের পর থেকে আর রিনিউ করা হয়নি এই লাইসেন্স। যদিও কোভিডের সময় রিনিউ না করেও এই লাইসেন্স ব্যবহার করার অনুমতি ছিল।

Advertisement

লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ বলেন, “২০১৪ সালের আগে কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ট ছিল, এমন এক গবেষণা সংস্থাকে বন্ধ করতে চাইছে কেন্দ্র। স্বাধীনভাবে চিন্তা করার মাশুল দিচ্ছে তারা। আসলে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা একদম পছন্দ করেন না প্রধানমন্ত্রী।” কয়েকদিন আগেই বিবিসির দপ্তরে তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। আবারও ফিরে এল সেই স্মৃতি।

[আরও পড়ুন: সপ্তাহে দু’দিন ছুটি, বদলে প্রতিদিন কাজের সময় বাড়ছে ব্যাংক কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ