Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

খুনে অভিযুক্ত বিজেপি নেতার বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন, ভাইরাল ভিডিও

ইতিমধ্যেই ওই বিজেপি নেতাকে দল থেকে নির্বাসিত করা হয়েছে।

Hotel of BJP leader demolished in MP। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 4, 2023 11:23 am
  • Updated:January 4, 2023 11:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে অভিযোগ খুনের। এই পরিস্থিতিতে বিজেপি (BJP) নেতা মিসরিচাঁদ গুপ্তার হোটেল গুঁড়িয়ে দেওয়া হল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগরে। গত সপ্তাহেই ওই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, গাড়ির তলায় একজনকে পিষে দেওয়ার।

ঠিক কী অভিযোগ মিছরিচাঁদের বিরুদ্ধে? সাগরের স্থানীয় নির্বাচনকে ঘিরে শত্রুতার বশেই গাড়ির তলায় ওই ব্যক্তিকে পিষে মারার অভিযোগ উঠেছে। ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে জানা যায়। এমনকী হাইওয়ে অবরোধও করা হয়। দাবি, বিজেপি নেতার হোটেলের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। এমনকী মাঝরাস্তায় মৃতদেহ নিয়েই বিক্ষোভ দেখায় গ্রামবাসী।

Advertisement

[আরও পড়ুন: বইমেলায় মমতার ‘কবিতাবিতান’-এর ইংরাজি অনুবাদ, প্রকাশিত হবে রাজনৈতিক প্রবন্ধের বইও]

এমনই উত্তপ্ত পরিস্থিতিতে গুঁড়িয়ে দেওয়া হল হোটেলটি। তার আগে এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ দিয়ে। জানা গিয়েছে, ঘটনার দিন আক্রান্ত ব্যক্তি জগদীশ যাদব (৩০) একটি দুগ্ধ খামার থেকে ফিরছিলেন। এই সময়ই অভিযুক্ত বিজেপি নেতার সঙ্গে তাঁর ঝামেলা লাগে। তাঁদের মধ্যে পুরনো শত্রুতা ছিল। পরিস্থিতি ক্রমে আরও উত্তপ্ত হলে অভিযুক্ত জগদীশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ছড়িয়ে পড়ে ঘটনার সিসিটিভি ফুটেজ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জগদীশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই বিজেপি নেতাকে দল থেকে নির্বাসিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এদিকে মিছরিচাঁদের হোটেল গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে কালেক্টর দীপক আর্য জানিয়েছেন, ”কোনও রকম ক্ষতি হয়নি। কেবল বাড়িটি ধসিয়ে দেওয়া হয়েছে।”

[আরও পড়ুন: ‘মদ্যপ অবস্থাতেই স্কুটি চালাতে চাইছিল’, দিল্লিতে তরুণীর মৃত্যুতে বিস্ফোরক বান্ধবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ