Advertisement
Advertisement

Breaking News

 স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিষ্ঠুরতা নয়, জানাল সুপ্রিম কোর্ট

 স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী বিবাহ-বিচ্ছেদের মামলা করতেই পারেন৷

Husband’s extra-marital affairs don’t always amount to cruelty says Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 12:02 pm
  • Updated:November 25, 2016 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক এবং স্ত্রীর সন্দেহ হলেই তা সবক্ষেত্রে নিষ্ঠুরতা হিসাবে গণ্য হবে না ৷ বৃহস্পতিবার এক রায়ে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত৷ তবে সেক্ষেত্রে স্ত্রী বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করতেই পারেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট৷

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন এক ব্যক্তি৷ এবং ওই ব্যক্তির স্ত্রী স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের জন্য আত্মহত্যা করেন৷ এমনকি প্রতিবেশী, আত্মীয়-স্বজনদের কাছে অপমানিত হয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তির প্রেমিকা৷ এখানেই শেষ নয়৷ পরবর্তীকালে আত্মঘাতী হন তাঁর প্রেমিকার মা ও ভাইও৷ এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়৷ বলা হয় ওই ব্যক্তির বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরাই আত্মঘাতী হন তাঁর স্ত্রী৷ কর্ণাটক হাইকোর্ট অভিযুক্ত ওই ব্যক্তিকে ৪বছরের সশ্রম কারদণ্ডে দণ্ডিত করে৷ সেই রায়ের বিরুদ্ধেই তিনি শীর্ষ আদালতের আবেদন করেন৷ এরপর কর্ণাটক হাইকোর্ট ভারতীয় দণ্ডবিধির ৩০৬ধারায় য়ে রায় দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ দেশের শীর্ষ আদালত কারোর বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকলেই তার বিরুদ্ধে ৪৯৮ ধারায় মামলা করা যাবে না৷ দীপক মিশ্রা ও অমিতাভ রায়ের ডিভিশ বেঞ্চ জানায় ভারতীয় আইনে বিবাহ-বহির্ভূত সম্পর্ক বেআইনি৷ তবে কোনও ব্যক্তির বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে ও তাঁর স্ত্রী তাঁকে সন্দেহ করছেন বলেই সেটা কোনও নিষ্ঠুরতা বা শারীরিক কিংবা মানসিক নির্যাতন নয়৷ তিনি আরও জানান, স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী বিবাহ-বিচ্ছেদের মামলা করতেই পারেন৷ এমনকি মোটা অঙ্কের খোরপোষও দাবি করতে পারেন৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ