Advertisement
Advertisement

Breaking News

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, আইইডি বিস্ফোরণে জখম ৬

দু'জনের অবস্থা আশঙ্কাজনক৷

IED blast in Chhattisgarh
Published by: Tanujit Das
  • Posted:November 14, 2018 11:51 am
  • Updated:November 14, 2018 11:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও মাওবাদী হানা ছত্তিশগড়ে৷ বুধবার সকালে বিজাপুর থেকে সাত কিলোমিটার দূরে ঘাট্টি এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন চারজন বিএসএফ জওয়ান, একজন ডিআরজি ও একজন স্থানীয় বাসিন্দা৷ তাঁদের ভরতি করা হয়েছে বিজাপুর হাসপাতালে৷ হাসপাতাল সূত্রে খবর, জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কা৷ ইতিমধ্যে, মাওবাদীদের সঙ্গে গুলির লড়়াই শুরু হয়েছে বিএসএফ জওয়ানদের৷ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান৷

 

[রামের পথেই আজ যাত্রা শুরু রামায়ণ এক্সপ্রেসের]

যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন নকশাল বিরোধী অভিযানের ডিআইজি পি সুন্দররাজ৷ সোমবার ছত্তিশগড়ে শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণ৷ আগামী ২০ নভেম্বর হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ৷ সেই উদ্দেশ্যেই একস্থান থেকে অন্যত্র সরানো হচ্ছিল বিএসএফ জওয়ানদের৷ সেই সময়ই আইইডি বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গিয়েছে৷ বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই একের পর এক মাও হানায় উত্তপ্ত ছত্তিশগড়৷ খবর সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয়েছে দূরদর্শনের এক সাংবাদিকের৷ গুলির লড়াইয়ে খতম হয়েছে বেশ কয়েকজন মাওবাদী৷

[নেহেরুর জন্যই চা-ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন, মোদিকে কটাক্ষ থারুরের]

গত সোমবার, ১২ নভেম্বর ভোটগ্রহণের সময় মাও অধ্যুষিত ছত্তিশগড়ের কল্যাণকোটে ভোটকেন্দ্রের অদূরে আইইডি বিস্ফোরণ হয়৷ সুকমার বিজাপুরের বৈরামগড় থানার দয়ারাপাড়া ভোট কেন্দ্রের পাশ থেকে তিনটি আইইডি বিস্ফোরক উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। তার জেরে বুথে ভোট দিতে আসা ভোটারদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়৷ ভোট চলাকালীন বিজাপুরে মাওবাদীদের সঙ্গে দীর্ঘসময় ধরে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে৷ ওইদিন সেনার গুলিতে খতম হয় পাঁচ মাওবাদীর৷ পালটা হামলায় গুরুতর আহত হন দুই কোবরা জওয়ান৷ আকাশপথেও চলতে থাকে নজরদারি৷ দিনের শেষে মাও আতঙ্ক কাটিয়ে ওঠে ছত্তিশগড়৷ রাজ্যের মাও অধ্যুষিত কেন্দ্রগুলিতেই ভোট পড়ে প্রায় ৭০ শতাংশ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ