Advertisement
Advertisement

২ লক্ষ কোটি কালো টাকা প্রকাশ্যে এনে বিপাকে পরিবার

মোট ২,১৩,৮৬০ কোটি কালো টাকার ঘোষণা খতিয়ে দেখতে প্রত্যাখ্যান করল আয়কর বিভাগ...

Income Tax department rejects declarations from Mahesh Shah, Mumbai family, worth a total of Rs 2,13,860 crore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 7:55 pm
  • Updated:December 4, 2016 7:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই নিবাসী এক পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কালো টাকার হিসাব সরকারকে জানালে অন্তত ৫০ শতাংশ টাকা সাদা করে নিয়ে বাড়ি ফেরা যাবে৷ কিন্তু তাঁদের সেই আশায় জল ঢেলে দিল আয়কর বিভাগ৷ রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিল, কালো টাকার হিসাব প্রকাশ করার মেয়াদ ফুরিয়ে গিয়েছে৷ কেন্দ্র এখন ওই পরিবারের আয়ের উৎস জানতে তদন্তের নির্দেশ দিয়েছে৷

সূত্রের খবর, মুম্বই নিবাসী চার সদস্যের ওই পরিবার প্রায় ২ লক্ষ কোটি টাকার হিসাব সরকারের সামনে তুলে ধরতে চেয়েছিলেন৷ তাঁদের আশা ছিল, জরিমানা, সারচার্জ ও কর বাবদ ৪৫ শতাংশ টাকা কেটে বাকি টাকা নিয়ে তাঁদের বাড়ি ফিরতে দেওয়া হোক৷ কিন্তু কেন্দ্র জানিয়ে দিল, ওই হিসাব জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২০১৬-র ৩০ সেপ্টেম্বর৷ তারপর কোনও দাবিতেই কর্ণপাত করবে না সরকার৷ বরং ওই পরিবার কোথা থেকে এই বিপুল পরিমাণ অর্থ পেল, জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

Advertisement

২০১৬-১৭ সাধারণ বাজেটে ইনকাম ডিক্লারেশন স্কিম (আইডিএস) ঘোষণা করা হয়৷ সেখানে বলা হয়, কালো টাকার মালিকরা তাঁদের হিসাব বহির্ভূত টাকা প্রকাশ্যে আনলে মোট ৪৫ শতাংশ কেটে নিয়ে, শর্তাবলী-সহ নাকি টাকা ফিরিয়ে দেওয়া হবে৷ দেশ থেকে কালো টাকা নির্মূল করাই ছিল এই স্কিম লঞ্চ করার যুক্তি৷ সেই মোতাবেক এবছরের ১ অক্টোবর কেন্দ্র ঘোষণা করে, ৬৪ হাজার ২৭৫ জন আবেদনকারী ৬৫ হাজার ২৫০ কোটি টাকার হিসাব প্রকাশ্যে এনেছেন৷ পরে অবশ্য সংখ্যাটা বাড়ে৷ ৭১, ৭২৬ জন আবেদনকারী ৬৭, ৩৮২ কোটি টাকার আয় প্রকাশ্যে আনেন বলে জানায় আয়কর বিভাগ৷ কিন্তু বান্দ্রার আব্দুল রাজ্জাক মহম্মদ সৈয়দ, তাঁর স্ত্রী রুকসানা, পুত্র মহম্মদ আরিফ ও আব্দুলের বোন যে হিসাব প্রকাশে এনেছেন, তা একাই ওই স্কিমে র আওতায় ঘোষিত কালো টাকার প্রায় চারগুন৷

Advertisement

তবে শুধু মুম্বইয়ের ওই পরিবার নয়, ৬৭ বছরের মহেশকুমার শাহের ১৩,৮৬০ কোটি টাকার মিটমাট করতেও অস্বীকার করেছে আয়কর দফতর৷ প্রায় ৭ ঘন্টা জেরার পর তাঁর বয়স ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে ছেড়ে দেওয়া হয়েছে এই আহমেদাবাদের ওই ব্যবসায়ীকে৷ কাল আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ