Advertisement
Advertisement

Breaking News

উত্তর কোরিয়ার অস্ত্র-বিজ্ঞানীদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ভারত!

উঃ কোরিয়ার বেশ কয়েকজন অস্ত্র-বিজ্ঞানীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷

/India-accused-of-nurturing-N-Koreas-weapons-scientists
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2016 8:52 pm
  • Updated:June 21, 2016 9:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ভারত বিশ্বের এলিট পরমাণু ক্লাবে প্রায় পা রাখতে চলেছে, তার বিরুদ্ধেই অভিনব অভিযোগ উঠল৷ উত্তর কোরিয়ার বেশ কয়েকজন অস্ত্র-বিজ্ঞানীকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ভারতের উপর৷

কাতারের ‘আল জাজিরা’য় প্রকাশিত এক খবরে ভারতের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে৷ সংবাদমাধ্যমে প্রকাশ, প্রায় জনা ৩০ ভারতীয় বিজ্ঞানী রাষ্ট্রসঙ্ঘের এক সেন্টারে অস্ত্র-বিজ্ঞানের শিক্ষা দিচ্ছেন৷ সেখানে বেশ কয়েকজন ছাত্রও এই পাঠ নিচ্ছেন বলে জানা যায়৷ এদিকে রাষ্ট্রসঙ্ঘের তরফে কোরিয়াকে মিসাইল টেকনোলজি বা অস্ত্র-বিজ্ঞানে প্রশিক্ষণ দেওয়ায় সদস্য দেশগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ এ পরিস্থিতিতে এই অভিযোগ ওঠার অর্থ, রাষ্ট্রসঙ্ঘের নিয়ম মানছে না ভারত৷ যা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি মোটেও ভাল করছে না৷

Advertisement

প্রত্যাশিত ভাবেই ভারত এ অভিযোগ অস্বীকার করেছে৷ এরকম কোনও ঘটনার সঙ্গে ভারতের যোগাযোগ নেই বলেও জানানো হয়েছে৷ তাহলে কেন এই অভিযোগ উঠল৷ এনএসজি-তে ভারতের প্রবেশ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ জলঘোলা হচ্ছে৷ এনপিটিতে ভারতের না-থাকা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে৷ এই পরিস্থিতিতে ভারতকে রাষ্ট্রসঙ্ঘের নিয়মবিরোধী দেশ হিসেবে তুলে ধরতেই কি এই ধরনের অভিযোগ করা হল? বিশেষজ্ঞদের মতে, এর আগে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষার মতো ঘটনায় নিন্দা করেছিল ভারত৷ সেই ভারত আলাদা করে অস্ত্র-বিজ্ঞানে কোরিয়ার বিজ্ঞানীদের প্রশিক্ষণ হয়ত দিচ্ছে না, তবে তাদের সামরিক ক্ষেত্রে পরামর্শ দিতে পারে৷ ঘটনা যাই হোক, এ বিষয়ে নিজেদের কথা জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের দফতরে বিস্তারিত রিপোর্ট পেশ করবে ভারত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ