Advertisement
Advertisement

Breaking News

বরফ গলল মোদি-জিনপিং বৈঠকে, সীমান্তে একযোগে টহলদারি ভারত ও চিনের

ডোকলাম পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুই দেশের সেনার।

India-China mulls joint border patrol after Modi-Xi meet

ডোকলাম পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুই দেশের সেনার।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 30, 2018 3:29 pm
  • Updated:August 24, 2018 5:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ঘরোয়া বৈঠকের পরেই বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় সেনা৷ ভারত-চিন সীমান্তে ৩৪৮৮ কিলোমিটার বিস্তৃত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC- কে অশান্তিমুক্ত ও শান্ত রাখতে তৎপর নয়াদিল্লি৷ এই বিষয়ে দ্রুতই বৈঠকে বসতে চলেছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷

[আম্বেদকর-মোদি তো আদতে ব্রাহ্মণ, গুজরাটের স্পিকারের মন্তব্যে শোরগোল]

জানা গিয়েছে, আগামী ২ মে হতে চলেছে এই বৈঠক৷ বিপিন রাওয়াত ও অজিত দোভালের মধ্যে এই আলোচনার মূল বিষয় হয়ে উঠতে পারে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল-এ কীভাবে একইসঙ্গে কাজ করে শান্তি বজায় রাখতে পারে ভারতীয় সেনা ও চিনের পিপলস লিবারেশন আর্মি৷ ডোকলাম পরবর্তী সময়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূত্রের খবর, এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও একই বিষয়ে বৈঠক করতে পারেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল-এ নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যেই কার্যকর করেছে কেন্দ্রের মোদি সরকার। দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঘরোয়া বৈঠকের পরে এবার ভারত-চিন সীমান্তে  যে কোনওরকমের অশান্তি এড়াতে তৎপর এ দেশের সেনাও। সেক্ষেত্রে চিন ও ভারত, দু’দেশের সেনাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল-এ যৌথভাবে টহলদারি চালাতে পারে বলেও সেনা সূত্রে খবর৷

Advertisement

এমনকী, ভারত ও চিনের মধ্যে যে বিতর্কিত অঞ্চলগুলি রয়েছে সেখানেও নজরদারির ক্ষেত্রে বিশেষ ভাবনা গ্রহণ করা হয়েছে৷ জানা গিয়েছে, বিতর্কিত অঞ্চলগুলিতে চিনা সেনা পেট্রলিং করতে এলে তাদের ‘এসকর্ট’ করবে ভারতীয় সেনার একটি দল৷ একই পন্থা গ্রহণ করা হবে ভারতীয় সেনার ক্ষেত্রেও৷ পূর্ব লাদাখের পানগং তাসো লেক সেক্টর ও অরুণাচলের কিছু জায়গায় ইতিমধ্যেই যৌথ পেট্রলিং চালিয়েছে ভারত ও চিনের সেনা৷ মিলেছে সাফল্যও৷

Advertisement

[ফের জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, মৃত অন্তত ২৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ