BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

২০ জন জওয়ানের মৃত্যুর পরও আলোচনা! চলতি সপ্তাহেই ফের চিনের সঙ্গে বৈঠক ভারতের

Published by: Subhajit Mandal |    Posted: June 22, 2020 8:52 am|    Updated: June 22, 2020 8:52 am

India, China to hold diplomatic talks this week for de-escalation

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালওয়ানে ভারত ও চিনের সংঘর্ষের পর সপ্তাহ পেরতে না পেরতেই ফের চিনের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করল ভারত। সূত্রের খবর, গালওয়ান নিয়ে অশান্তি মেটাতে চলতি সপ্তাহেই বৈঠকে বসছেন ভারত ও চিনের কূটনীতিকরা। গালওয়ান এলাকা থেকে দুই দেশের সেনা প্রত্যাহার এবং শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হবে ওই বৈঠকে।

India-China-Army-web

উল্লেখ্য, গত ১৫ জুন রাতে গালওয়ান (Gallowan) উপত্যকায় ভারত ও চিনা সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। আহত হন আরও ৭৬ জন। সেই সংঘর্ষে চিনেরও বহু সেনা হতাহত হয়েছে। যদিও বেজিং এখনও হতাহতের সঠিক সংখ্যা ঘোষণা করেনি। সেদিনের সংঘর্ষের পর থেকেই গোটা দেশ চিনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ যুদ্ধ রবও উঠছে। তবে সরকার এখনও আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের পক্ষে। সম্ভবত সেজন্যই চলতি সপ্তাহে ফের কূটনৈতিক এবং অসামরিক আলোচনায় বসতে চলেছে দুই দেশ। এখানেই শেষ নয়। মঙ্গলবারই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Subrahmanyam Jaishankar) চিন এবং রাশিয়ার বিদেশমন্ত্রীদের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবেন। সেই বৈঠকেও লাদাখ ইস্যুতে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

[আরও পড়ুন: চিনের সঙ্গে বাড়ছে যুদ্ধের সম্ভাবনা, সেনাকে অস্ত্র কেনার ছাড়পত্র কেন্দ্রের]

উল্লেখ্য, পূর্ব লাদাখে প্রায় মাস দু’য়েক ধরেই যুদ্ধের আবহ তৈরি করে রেখেছে চিন। সীমান্তের ওপারে এখনও হাজার হাজার সেনা প্রস্তুত রেখেছে লালফৌজ। প্রস্তুত চিনা বায়ুসেনাও। পালটা প্রস্তুতি নিয়েছে ভারতও। দুই দেশে সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলেও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর প্রক্রিয়া চলছেই। আলোচনার মাধ্যমে অশান্তি মেটানোর জন্য গত ৬ জুন দুই দেশের সেনার লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকের পর সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুও হয়। কিন্তু ১৫ জুনের হামলার পর আবারও খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। যা সামাল দিতে চলতি সপ্তাহেই শুরু হচ্ছে আলোচনা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে