Advertisement
Advertisement

Breaking News

Masood Azhar

মাসুদ আজহারের ভাইকে সন্ত্রাসবাদী তকমা ভারতের, বিপাকে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী

মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগিরকে সংশোধিত ইউএপিএ আইনে জঙ্গি ঘোষণা করেছে নয়াদিল্লি।

India designates JeM chief Maulana Masood Azhar’s brother Ammar Alvi as terrorist | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:April 11, 2022 8:11 pm
  • Updated:April 11, 2022 8:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসআইয়ের মানসপুত্র মাসুদ আজহারের (Masood Azhar ) ভাই আম্মার আলভিকে সন্ত্রাসবাদী তকমা দিল ভারত (India)। সোমবার পুলওয়ামা হামলার অন্যতম চক্রী আম্মার আলভি ওরফে মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগিরকে ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে’ (ইউএপিএ) জঙ্গি ঘোষণা করেছে নয়াদিল্লি।

[আরও পড়ুন: মুখ বদলায়, বদলায় না দুরবস্থা! পাকিস্তানের আর্থিক পরিস্থিতি জানলে চমকে যাবেন]

বছর উনচল্লিশের আম্মার আলভি পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। কারণ, সংগঠনটির প্রধান তার দাদা মাসুদ আজহার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরের বাসিন্দা আলভির নামে নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ” মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগির জইশ-ই-মহম্মদের হয়ে ভারতবিরোধ কার্যকলাপ চালাচ্ছে। জইশের জন্য পাকিস্তানে টাকা সংগ্রহ করে সে। শুধু তাই নয়, সৌদি আরব থেকে বেআইনি পথে আসা টাকা জম্মু-কাশ্মীরে পাঠায় ওই জঙ্গি।”

Advertisement

নামপ্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, সংশোধিত ইউএপিএ আইনে কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হলে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি সেই ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। ফলে এবার আলভির উপর আরও চাপ বাড়ল। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে জইশ প্রধানের ভাইকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব হতে পারে ভারত।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে আফগান সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের নেপথ্যে রয়েছে আলভি। ভূস্বর্গে নিরাপত্তারক্ষীদের উপর হামলার ষড়যন্ত্র করছে সে। বলে রাখা ভাল, পুলওয়ামা হামলায় ২০২০ সালেই মাসুদ আজহার, আম্মার আলভি ও আবদুল রউফ আসগরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ। উল্লেখ্য, দু’দিন আগেই জেহাদি সংগঠন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের ছেলে তালহা সইদকে জঙ্গি তকমা দেয় ভারত। এর আগে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো বহু সন্ত্রাবসবাদীকে এই তকমা দিয়েছে ভারত। তালিকায় নয়া সংযোজন হাফিজ-পুত্র। ৪৬ বছরের তালহা লাহোরের বাসিন্দা।

[আরও পড়ুন: পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে আর্থিক দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন শাহবাজ শরিফ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ