Advertisement
Advertisement

অচেনাকে সাহায্যের নিরিখে বিশ্বে শীর্ষে ভারত

অচেনাকে ভারতেই সবথেকে বেশি মানুষ সাহায্য করেন৷

India Has The Highest Number Of People Helping Out Strangers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 5:24 pm
  • Updated:October 26, 2016 5:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদে পড়লে কারও দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভারতীয় সভ্যতার ঐতিহ্য৷ আর এ বিষয়েই এবার মিলল আন্তর্জাতিক স্বীকৃতি৷ ব্রিটেনের চ্যারিটি এইড ফাউন্ডেশনের তরফে এ ব্যাপারে শীর্ষে এল ভারত৷ অচেনাকে ভারতেই সবথেকে বেশি মানুষ সাহায্য করেন৷

বিশ্বে প্রায় ১৪০টি দেশের উপর সমীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থাটি৷ সবথেকে উদার দেশের তকমা অবশ্য জুটেছে মায়ানমারের৷ গ্লোবাল ইনডেক্সে ভারতের ঠাঁই হয়েছে ৯১ নম্বরে৷ তবে একটি ক্ষেত্রে বাকি সকলকে ছাপিয়ে গিয়েছে ভারত৷ তা হল অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায়৷ জানা যাচ্ছে, অচেনা ব্যক্তিকে এ দেশেই সবথেকে বেশি মানুষ সাহায্য করেন৷ অর্থ দিয়ে বা সময় দিয়ে হলেও অপিরিচিতের পাশে এসে দাঁড়ান ভারতীয়রা৷ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে প্রায় ১৮৪ মিলিয়ন ভারতীয় অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, ২০১৫-তে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ২০৩ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি৷ সমসংখ্যক মানুষ অর্থ দিয়ে না পারলেও সময় দিয়ে অপরিচিতের পাশে এসে দাঁড়িয়েছেন৷ অন্যান্য দেশগুলি বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও এই নিরিখে সবার উপরে ভারত৷ মানুষ যে মানুষের জন্য এ কথা আরও একবার প্রমাণ হয়ে গেল বিশ্বের দরবারে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ